Read Time:2 Minute, 21 Second

ইউরোপে সাংবাদিকদের বৃহৎ ঐক্যবদ্ধ প্লাটফর্ম অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইতালি বাংলা প্রেস ক্লাবের সহযোগিতায় রাজধানী রোমের রসই রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের উপর হামলা নির্যাতনের তীব্র নিন্দা জানান প্রবাসী গণমাধ্যমকর্মীরা। একই সময় সাগর-রুনী সাংবাদিক দম্পতির হত্যার বিচার না হওয়ায় আক্ষেপ করেন প্রবাসী সাংবাদিক নেতৃবৃন্দ। 

এতে উপস্থিত ছিলেন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সহসভাপতি ও ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ হোসন,  অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জমির হোসেন ও অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাভিশন ইউরোপ প্রতিনিধি ফায়সাল আহমেদ দ্বীপ, ফটোসাংবাদিক আরিফুল হক। বক্তারা বলেন, সাংবাদিকরা লেখনির মাধ্যমে দুর্নীতিরোধে জোরালো ভূমিকা পালন করছে। এরপরেও কেন সাংবাদিকদের উপর নির্যাতন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে সাগর-রুনি হত্যাকাণ্ডের সপ্তম বার্ষিকী পার হয়ে গেছে তবুও এর কোন বিচার কার্য সম্পন্ন হয়নি। কবে হবে তারও সঠিক উত্তর কারো জানা নেই।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার (সাগর) ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা (মেহেরুন রুনি) দম্পতি নিজ বাসায় খুন হন। সাত বছর অতিক্রম হলেও এখনও রহস্য উন্মোচন হয়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ইউরোপিয়ান আওয়ামী লীগের নতুন কমিটিকে পর্তুগাল আওয়ামী লীগের অভিনন্দন
Next post ইউরোপীয়ান আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা
Close