Read Time:2 Minute, 30 Second

বাবার মৃত্যুর এক মাস না পেরোতেই দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী সিরাজুল ইসলাম মোল্লা (৩০)। গত ২৫ জানুয়ারি রাতে দক্ষিণ আফ্রিকার টেম্বিসা অকমোর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিরাজুলের পরিবার জানায়, গত ২৫ জানুয়ারি রাতে ব্যবসায়ী সিরাজুল ইসলাম দক্ষিণ আফ্রিকার টেম্বিসা অকমোর এলাকায় তাঁর দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে একদল সন্ত্রাসী সিরাজুলের বহনকারী গাড়ির গতিরোধ করে। সিরাজুল গাড়ি থেকে নামতে অসম্মতি জানালে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে। এতে সিরাজুলের পেটে ও পায়ে গুলিবিদ্ধ হয়। পরে দক্ষিণ আফ্রিকার স্থানীয় একটি হাসপাতালে তাঁকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জানুয়ারি সিরাজুলের মৃত্যু হয়।

এর আগে গত ৩০ ডিসেম্বর সিরাজুল ইসলামের বাবা হাজি নূরুদ্দিন মোল্লার মৃত্যু হয়। তার এক মাস না পেরোতেই সিরাজুলের মৃত্যুর ঘটনায় মাদারীপুরের শিবচর উপজেলায় সিরাজুলের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব সরকার যেন সিরাজুলের মরদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসে।

নিহত সিরাজুলের ভাই মাসুদুর রহমান বলেন, ‘দক্ষিণ আফ্রিকার টেম্বিসা অকমোর এলাকায় আমার ভাইকে গুলি করে সন্ত্রাসীরা। এক বছর আগেও দক্ষিণ আফ্রিকায় ছিনতাইকারীর কবলে পড়েছিলেন সিরাজুল।’

শিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, ‘ঘটনাটি শুনে আমি খুব মর্মাহত। আমিও সরকারের কাছে দাবি জানাই, ছেলেটির লাশ যেন দেশে ফিরিয়ে আনা হয়।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মতামত : লস এঞ্জেলেসে আ.লীগের ঐক্যবদ্ধ হতে বাঁধা কোথায়?
Next post যুক্তরাস্ট্র আওয়ামী লীগের প্রতি খোলা চিঠি!
Close