Read Time:8 Minute, 45 Second

বাংলাদেশ আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া শাখার ইতিবৃত্ত (১৯৯০-২০১৮)

১৯৯০ সালে সৈয়দা জোহরা তাজউদ্দীনের তত্বাবধানে এই সংগঠনের কার্যক্রম শুরু হয়। পরবর্তিতে ১৯৯৭ সালে তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক, স্হানিয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো: জিল্লুর রহমানের পরামর্শে কমিটির নেতৃত্বের পরিবর্তন, পরিবর্ধন করে এই কমিটির কার্যক্রম পরিচালনা করতে লিখিত আদেশ গৃহিত হয়।

উক্ত কমিটি যুক্তরাস্ট্র আওয়ামী লীগের সভাপতি অনু ইসলাম ও সাধারন সম্পাদক সালাম সাহেবের সাথে কার্যক্রম চালিয়ে যায়।

বাংলাদেশ আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া শাখা যাঁদের সংম্বর্ধিত করেছে:

প্রয়াত রাস্ট্রপতি মো: জিল্লুর রহমান

প্রয়াত আইভি রহমান সভানেত্রী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ

প্রয়াত পররাস্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদ

সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ

সাবেক শিল্প মন্ত্রী দিলীপ বরুয়া

সাবেক গৃহপূর্তায়ন প্রতিমন্ত্রী আব্দুল মান্নান

সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল ফারুক খান

মাননীয় পররাস্ট্র মন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন এমপি

বাংলাদেশ আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া শাখা যাঁদের সাথে সৌজন্য সাক্ষাত করেছে:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলের সদস্য শেখ সেলিম

অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক

বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মো: আমিনুল ইসলাম আমিন

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য গোলাম কবীর রব্বানী চিনু

২০০৮ সালে বাংলাদেশে স্মরণকালের ঘূর্নিঝর সিডরে বাংলাদেশ আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউ এস এ- কে ২৫০০ ডলার ডোনেট করে( জনাব ফজলুর রহমান – সহ সভাপতি যুক্তরাস্ট্র আওয়ামী লীগ এই ডোনেশন গ্রহন করেন ফ্লোরিডা থেকে)

২০০০ সালে যুক্তরাস্ট্র আওয়ামী লীগের মোস্তাইন দারা বিল্লাহ বোস্টন থেকে ক্যালিফোর্নিয়া আসেন বসবাস করার লক্ষ্যে। তিনি ক্যালিফোর্নিয়া আসার কয়েক বছরের মধ্যেই তার তল্পিবাহক গুটিকতক লোকজন নিয়ে তার ভায়রা ড. খালিদ হাসানকে দিয়ে একটি কমিটি তৈরী করে যুক্তরাস্ট্র আওয়ামী লীগের সাথে উপকোন্দলের সৃস্টি করেন। বলা হয় এই কমিটি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তৈরী, চ্যালেন্জ দিয়ে বলতে পারি এটা দারা বিল্লাহর মিথ্যা কথা।উক্ত কমিটির সাবেক নেতার পারিবারিক বিষয় নিয়ে ঐ নেতার সম্মান হানির কাজও করে এই দারা বিল্লাহ। মোস্তাইন দারা বিল্লাহ ও তার গ্যাং মাননীয় নেত্রীর সাথে বিভিন্ন সময় স্হির ছবি তোলে অপব্যবহার করেছে। দারা বিল্লাহ দাবী করেন নেত্রী তাকে ব্ল্যান্ক চেক দিয়ে রেখেছেন যেকোনো কমিটি করার!! যুক্তরাস্ট্র আওয়ামী লীগের নীচের দিকের উপদেস্টা হয়েও কি করে সে সাংগঠনিক ভূমিকার কথা বলে থাকে তা কারো বোধগম্য নয়। মোস্তাইন দারা বিল্লাহর এই পকেট কমিটি মূলত জনমানুষ বিচ্ছিন একটা ছোটো উপদলে পরিনত হয়েছে।এই কমিটির এক তরুন নেতা দারা বিল্লাহর এরকম কাজের প্রতিবাদস্বরুপ তার শার্টের কলার ধরার মতন ঘটনাও ঘটিয়েছে।

আপনারা যারা যুক্তরাস্ট্র আওয়ামী লীগের দায়িত্বশীল পদে আছেন, আপনাদের ভুল তথ্য দিয়ে নিজের মন মতন আওয়ামী
লীগের সংগে যাদের কোনো পূর্ব যোগ ছিলো না তাদের দিয়ে একটা কমিটি তৈরী করেন, এই কমিটি বিগত পাঁচ বছরে আজ পর্যন্ত কোনো কোরাম পূরণ করে একটি নির্বাহী কমিটির সভাও করতে পারেনি।

১/১১ এই কমিটির কে কি করেছে তা আপনাদের জানা উচিত, আর আমরা কি করেছি তার কিছু স্হিরচিত্র এই পোস্টে সংযুক্ত করা হয়েছে (লস এন্জেলেস ফেডারেল বিল্ডিং এর সামনে বিক্ষোভ)। আমরা ২২ জন সিনেটরকে পিটিশন দিয়েছি এবং
ipetetionforsheikhhasina.com প্রমোট করেছিলাম, যার প্রথম স্বাক্ষর দাতা ছিলেন জনাব সজীব ওয়াজেদ জয়।

এখনকার মেয়াদ উত্তীর্ন এই কমিটির সাধারন সম্পাদক ড. রবি আলম যুব লীগের অবৈধ কমিটির প্রতিস্ঠা বার্ষিকীতে তার দেয়া বক্তব্যে বলেছে জাতীর জনক বঙ্গবন্ধু ২৫শে মার্চ ১৯৭১ সালে রাতে পাকিস্হানীদের কাছে আত্বসমর্পন করেছেন!! দায়িত্বশীল পদে থেকে আত্বসমর্পন আর গ্রেফতারের পার্থক্য যারা বুঝে না তারা দলের নেতৃত্ব দেয় কি করে?

আমাদের মহান নেত্রী বলেছেন- ত্যাগী নেতা কর্মিরা অভিমানী হয়, বেঈমান হয় না।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার
গঠনের আগে যাদের সাথে আওয়ামী
লীগের কোনো যোগাযোগই
ছিলো না তারাই আজ যুক্তরাস্ট্র আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া শাখার বিভিন্ন পদে অধিস্ঠিত।

২০১৯ সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখা ৩০০ আসনের মধ্যে ৬৪টি আসনে প্রতক্ষ্য ও পরোক্ষভাবে সহায়তা দান করে অন লাইন ও অফ লাইনে।

আমরা অনুরোধ করছি আপনারা এই কমিটি বিলুপ্ত করে সাধারন অধিবেশনের মাধ্যমে একটি পরিচ্ছন্ন গতিশীল কমিটি উপহার দিন। জননেত্রী, দেশরত্ন, বিশ্বমানবতার নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের মহামান্য সভানেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে এমন সাংগঠনিক বিচক্ষতার কোনো বিকল্প নাই।

নিম্নের সকল সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সাথে সকল সাংগঠনিক কার্যক্রমে একসাথে কাজ করে যাচ্ছে:

✅

ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগ,

✅

ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,

✅

ক্যালিফোর্নিয়া ষ্টেট মহিলা লীগ ও

✅

লস এন্জেলেস সিটি আওয়ামী যুবলীগ।

আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ।

বিনীত,

তৌফিক ছোলেমান খান তুহিন
সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া শাখা

সাবেক সাধারন সম্পাদক বাংলাদেশ ছাত্র লীগ (১৯৮৮-১৯৯০) তেজগাঁও রমনা থানা

সাবেক সদস্য সচিব, ২৪তম ফোবানা কনভেনশন (২০১০) লস এন্জেলেস

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
Next post লস এঞ্জেলেসে হতে যাচ্ছে উত্তর আমেরিকা কবিতা সম্মেলন
Close