Read Time:2 Minute, 24 Second

বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের আয়োজনে মূক ভাষায় বাঙলার সংস্কৃতি শিরোনামে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শনিবার, সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হলো বাঙলা মূকাভিনয় উৎসব।

সাংস্কৃতিক সংগঠক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় উৎসবে উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুদূর আমেরিকা থেকে স্কাইপিতে যুক্ত হয়ে মাইম আইকন কাজী মশহুরুল হুদা এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন গবেষণা কেন্দ্রের পরিচালক ও সম্পাদক রিজোয়ান রাজন। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন প্রবীণ সংস্কৃতিজন রথীন চক্রবর্তী, আলোকিতজন রফিউর রাব্বি, চারণ সংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নিখিল দাস এবং নাট্যগবেষক মো. কামরুল হাসান। এই আয়োজনে নারায়ণগঞ্জ শ্রুতি সাংস্কৃতিক একাডেমির বৃক্ষলিপি ও রূপকথার দেশ, মাইম ফেইসের এডিকশন, মুন্সিগঞ্জ থিয়েটার সার্কেলের ফর মাই সেলফ, ঢাকার মনন মাইম থিয়েটারের হাঙরি এবং চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্টের নদী, মাছ ও একজন হরিশংকর প্রদর্শিত হয়।

বাঙলা মূকাভিনয় গবেষনা কেন্দ্র বাংলাদেশের মূকাভিনয় রীতি নির্মাণ, চর্চা, গবেষণা এবং শিল্পটিকে প্রা ন্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী উদ্যোগ নিয়েছে এবং তা বাস্তবায়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী বিভাগ/জেলায় বাঙলা মূকাভিনয় উৎসবের আয়োজন চলেছে। নারায়ণগঞ্জ জেলা
উৎসবে সহযোগিতা করছে শ্রুতি সাংস্কৃতিক একাডেমি এবং পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশী আমেরিকান সোসাইটি, লস াএঞ্জেলেস।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘শেখ কামাল’ ইউএসএ আন্তঃলীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
Next post মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দারুণ আলোচনা হয়েছে: সায়মা ওয়াজেদ পুতুল
Close