Read Time:3 Minute, 10 Second

প্রবাস বাংলা ডেস্ক থেকে শামসুল আরীফিন বাবলু:

ক্যালিফোর্নিয়া’র লস এঞ্জেলেসে উডলী ক্রিকেট গ্রাউন্ডে গত ৪ সেপ্টেম্বর, সোমবার সপ্তম ‘শেখ কামাল’ আন্তঃলীগ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ‘নর্দান ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশন (এনসিসিএ)’কে ২ উইকেটে হারিয়ে ‘কলোরাডো’ ক্রিকেট টিম লীগ চ্যাম্পিয়ন হয়।

পরে বিজয়ীদের হাতে ‘শেখ কামাল’ চ্যাম্পিয়নশীপ ট্রফি তুলে দেন যুক্তরাস্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত মোহাম্মাদ ইমরান। এনসিসিএ টিমকে রানার্স আপ ট্রফি তুলে দেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অব নর্থ আমেরিকার মেম্বার এটলার্জ ডাক্তার মাহমুদা আলম পলি।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লসএঞ্জেলেসে বাংলাদেশ কন্স্যুলেটের কন্স্যাল জেনারেল মিস সামিয়া আঞ্জুম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, যুক্তরাস্ট্রের প্রথম সারির একজন স্বনামধন্য ব্যবসায়ী বাংলাদেশের গর্ব ‘কেপিসি’ গ্রুপের চেয়ারম্যান ডা.কালী প্রদীপ চৌধুরী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ইউসুফ রহমান বাবু, টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক ডাক্তার রবি আলম, সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশন (এসসিসিএ)’র সভাপতি প্রদীপ ব্যাটেল সহ বিপুল পরিমান বাংলাদেশী প্রবাসীরা।

বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাজিম সিরাজীর পরিচালনায় উক্ত ক্রিকেট আসরের সমাপনী অনুষ্ঠান ছিল উৎসব মূখর। প্রতি বছর এধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা।

উল্লেখ্য গত ২ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৮টায় কন্স্যাল জেনারেল মিস সামিয়া আঞ্জুম বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন।

‘এসসিসিএ’ কর্তৃক আয়োজিত এবারের আসরে যুক্তরাস্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মোট ১২টি দল এ ক্রিকেট লীগে অংশ নেয়।

বঙ্গবন্ধু পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ক্রিড়াঙ্গনের অবদান বিশ্বব্যপি ছড়িয়ে দিতেই প্রতি বছর এ আয়োজন করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ৫০ মিলিয়ন ডলারে ঢেলে সাজানো হলো হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুম’
Next post নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো বাঙলা মূকাভিনয় উৎসব
Close