Read Time:3 Minute, 14 Second

ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে প্রদর্শিত হলো ‘জাহানারা’ এবং ‘রেডিও’ সিনেমা। গত ১০ ডিসেম্বর সিনেমা দুটি প্রথম শুভ মুক্তি হয়।

বারব্যাঙ্ক সাইন্টোলজিতে এ দিন হল ভর্তি দর্শক সিনেমাটি দেখেন। হলটি অন্যান্য হলের চেয়ে অনেক বড়। ‘জাহানারা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সাজিয়া হক মিমি।


তিনি বলেন, ‘সিনেমাটি দেখার পর এত মানুষের ভালোবাসা পেয়েছি আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমার জীবনে প্রথম সিনেমা। খুবই ভালো লেগেছে তাদের মন্তব্য শুনে।’
তিনি আরও জানান, অনেকেই তাকে জাহানারা নামে ডাকতে শুরু করেছিলেন।
সিনেমাটি পরিচালনা করেছেন গুনী পরিচালক অনন্য মামুন। এতে আরও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল নুর।
এদিন আরও একটি সিনেমা দেখানো হয়। সিনেমাটির নাম ‘রেডিও’। সেখানে অভিনয় করেছেন রিয়াজ ও মম। প্রথমে দেখানো হয় ‘জাহানারা’, পরে ‘রেডিও’। দুটি সিনেমাতেই ম্যাসেজ সহ গল্পকে প্রাধান্য দেয়া হয়েছে। যা জীবন থেকে নেয়া। উপস্থিত দর্শকরা সবাই সিনেমা দুটির ভূয়সী প্রশংসা করেছেন।
ইন্টারন্যাশনাল মিডিয়া আটস এর সৌজন্য এই বাংলাদেশী ফিল্ম ফ্যাসটিবলটি প্রথমবারের মত ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশীদের সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনে যাদের অবদান ছিল, যারা আজ বেঁচে নেই তাদের সন্মানে একটি ভিডিও দেখানো হয়। পরে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মঞ্চে বক্তব্য দেন জাহানারা সিনেমার নায়িকা সাজিয়া হক মিমি। পরে বক্তব্য দেন IMAC কর্ণধার এবং রেডিও মুভির প্রয়োজক মোয়াজ্জেম হোসেন চৌধুরী।


অনুষ্ঠানটি সহযোগিতায় ছিলেন মো. সায়েদুল হক সেনটু এবং ইসমায়েল হোসেন। অনুষ্ঠানে সম্মানিত করা হয় প্রায়ত বদিউল আলম এবং সাইফুর ওসমানী জিতুকে। অনুষ্ঠানে এন আর বি গ্লোবাল এর পক্ষ থেকে লাইফ টাইম এচিভমেন্ট দেয়া হয় সাজিয়া হক মিমি, মোয়াজেম হোসেন চৌধুরী, সাইফুর ওসমানী জিতুকে।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন সাইফুর ওসমানী জিতু। মধ্যরাত পর্যন্ত দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ২৯ ডিসেম্বর-১০ জানুয়ারি মাঠে থাকবে সেনাবাহিনী
Next post মানবাধিকারকর্মীদের নিয়ে কটাক্ষ, তথ্যমন্ত্রীকে সুলতানা কামালের চ্যালেঞ্জ
Close