কাজী মশহুরুল হুদা :
লস এঞ্জেলেসে কোন নেতা নেই। যা আছে তা হচ্ছে- তথাকথিত নেতা অর্থাৎ স্বঘোষিত। এই সব কথিত নেতা কমিউনিটির নাম ভাঙিয়ে মূলধারার রাজনীতে নিজেকে জাহির করে। তারা মূলধারার রাজনীতিবিদের কাছে বোঝানোর চেষ্টা করে যে, তারা কমিউনিটির প্রতিনিধিত্ব করেন। অথচ এই সকল কতিপয় ব্যাক্তিদের কমিউনিটিতে কোন পাত্তাই নেই। তারা মূলত: ফেসবুক বা ইমেইল নেতা।
তারা ফেসবুকে নিজের ছবি ও নাম দিয়ে তাদের কথা জানান দিয়েই খালাস। ওদিকে মূলধারার নেতৃবৃন্দ মনে করে এরা কমিউনিটির প্রতিনিধিত্ব করেন, তাদের হাতে রাখলে উক্ত কমিউনিটির ভোট পাওয়া যাবে। সেই সঙ্গে এসব কতিপয় স্বঘোষিত ব্যাক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা নির্বাচন ছাড়াই সুপারিশে কমিশনার হয়ে যান। এরা পারিবারিক সুবিধা ভোগ করেন। এসব পাতি নেতাদের ডাকে কমিউনিটির দশজন মানুষ একত্রীত হয় কিনা সন্দেহ। তাদের নিয়ন্ত্রেণে নাম সর্বস্ব সংগঠন আছে কিন্তু কোন কর্মসূচি নেই বা কমিউনিটির সেবা করার মত সময় ও সুযোগ নেই। এদের কেউ কেউ বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দেন আর লম্বা চওড়া কথার বুলি ছড়ান। সিটি হলের কতিপয় ব্যাক্তিদের সাথে পরিচিতি থাকার ফলে দেখাসাক্ষাতে তাদের সাথে ছবি তুলে তা ফেসবুকে প্রকাশ করে আর ইমেইলে খবর জানায়। দেড় ডলার দিয়ে সিটি হলের সার্টিফিকেট কিনে যখন তখন অনুষ্ঠানাদিতে নিজ হাতে বিলি করে। তাদের নাম উল্লেখ করার প্রয়োজন পড়েনা। কারণ এদেরকে কমিউনিটির মানুষ এমনিতেই চেনেন। এদেরকে থামাতে পারবেনা কেউ।
এদের লজ্জ্বা শরম বলে কিছু নেই। এদের কাছে কমিউনিটি বড় নয়, নিজের পরিচয়টাই বড়। মতামতে এধরণের বিষয় নিয়ে লিখলে মন্দ হতে হয়। অগত্যা বলতে হয় কি আর করা, খেলারাম খেলে যা!
More Stories
আমেরিকায় বাঙ্গালী নারীদের অগ্রগতি
বর্তমানে কর্মক্ষেত্রে নারীদের অগ্রগতি আমরা প্রায়শই লক্ষ্য করি। কর্মক্ষেত্রের বিভিন্ন স্তরে যেমন চিকিৎসক, স্হপতি, বৈমানিক, শিক্ষক ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে তাদের...
কমিউনিটির উন্নয়নে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থাকা বাঞ্চনীয়
কাজী মশহুরুল হুদা : আমার অভিজ্ঞতায় এবং বিশ্লেষণে দেখেছি দেশের জন্য, জাতির জন্য, দেশাত্মবোধের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে যারা কাজ করেন...
‘বিজয় নিশান উড়ছে ওই’
কাজী মশহুরুল হুদা : ‘বিজয় নিশান উড়ছে ওই, বাংলার ঘরে ঘরে, মুক্তির আলো ওই জ্বলছে’। একাত্তরের এই দিনে স্বাধীন বাংলা...
সম্পাদকীয় : ক্যালিফোর্নিয়া আ’লীগের ঐক্যের প্রক্রিয়া কোন পথে?
কাজী মশহুরুল হুদা : লস এঞ্জেলেস আওয়ামী পরিবারের দীর্ঘ প্রত্যাশিত রাজনৈতিক বিভবাজন সমাধানের সংলাপ অনুষ্ঠিত হল গত ৮ ফেব্রুয়ারি ২০২০...
২০২০’র একুশের ভাবনা
কাজী মশহুরুল হুদা : একুশ নিয়ে আমাদের চিন্তা চেতনায় অনেকেই পিছিয়ে আছি। আমরা ভাবছি একুশ কি উদযাপন হবে নাকি পালিত...