Read Time:2 Minute, 9 Second

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টা করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে তাকে এই হত্যাচেষ্টা করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুক পোস্টে এ তথ্য জানান নুর।

ফেসবুক পোস্টে ডাকসুর সাবেক ভিপি উল্লেখ করেন, গতকাল বুধবার রাতে বাড্ডায় ফেরার পথে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় তার গাড়িকে একটি প্রাইভেট গাড়ি অনুসরণ করে। পরে তার মোটর গাড়িকে একাধিকবার ধাক্কা দেয়। কিন্তু নুরের মোটরচালক আমিনুল ইসলাম (২৪) সেই ধাক্কা কৌশলে এড়িয়ে যান।

নুরুল হক নুর অভিযোগ করেন, পরে প্রাইভেট গাড়িটি হাতিরঝিল থানার ডিআইটি মোড়ে গেলে সেখানে একটি বাসকে ধাক্কা দেয় প্রাইভেট গাড়িটি। বাসের সঙ্গে ধাক্কা লাগলে টার্ন করে আবার নুরুল হকের গাড়িকে ধাক্কা দেয়। তবে গাড়িটিকে যে প্রাইভেট গাড়িটি ধাক্কা দেয়, সেই গাড়িতে তিনি ছিলেন না। তিনি ছিলেন অন্য একটি মোটরসাইকেলে।

এ ঘটনায় তার অনুসারীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা মনে করছেন, সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা ছিল। তাই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তাতারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর এর আগে অনেকবার হামলার শিকার হয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি’
Next post ২০২২ সালের জুনের মধ্যে খুলবে পদ্মা সেতু
Close