Read Time:2 Minute, 9 Second

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত রবিবার ২৪ ফেব্রুয়ারি ২০১৯ বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস, লস সায়েন্টোলজি গির্জার অডিটোরিয়মে বাংলাদেশ এল সালভাদর ভারত, শ্রীলংকা, আমেরিকা, পাকিস্তান, নেপাল, গুয়াটেমালাকে নিয়ে উদযাপন করলো ২০তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

১৯৯৯ সালের ইউনেসকোর নির্বাহী পরিষদের ১৫৭তম অধিবেশন এবং ৩০তম সাধারণ সম্মেলনে ঘোষনা পত্রটি ইউনেসকোর প্রতিনিধি ড্যারিল স্মিথ পাঠ করেন এবং বালার প্রেসিডেন্ট জনাব সৈয়দ এম হোসেন বাবু প্রাক্তন প্রেসিডেন্ট ডা: মোহাম্মদ সিরাজউল্লাহ জেনারেল সেক্রেটারি তারেক বাবুর হাতে তুলে দেন।

সাংকৃতিক সম্পাদক ওস্তাদ কাজী নাজির আহম্মেদ হাসিবের পরিচালনায় সাত দেশের শিল্পীদের নিয়ে মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা উপহার দেন। সহিদুল ইসলাম রনি ও কোর্টনি আকবরের সঞ্চালনায় প্রথম পর্বে আলোচনায় আংশগ্রহণ করেন বাফলার প্রাক্তন সভাপতি সামসুদ্দিন মানিক, লিন্ডা লোকুড অসিব আকবার, কমিউনিটি লিডার মাজিব সিদ্দিক, কানাডা থেকে আগত চিত্রশিল্পী জেরিন তাজ আহম্মেদ বিশাল কনভাসে আঁকা ভাষা আন্দোলনের ভাবমূর্তি তৈলচিত্র বালাকে উৎসর্গ করেন।

লস এঞ্জেলেসে প্রখ্যাত ফটোশিল্পী কামাল খানও তার একটি দুর্লভ শিল্পকর্ম বালার প্রেসিডেন্টের হাতে তুলে দেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post লস এঞ্জেলেসে একুশের ব্যানার নিয়ে বিতর্ক
Next post ‘পাকিস্তানে ভারতের বিমান হামলায় নিহত ২০০-৩০০’
Close