Read Time:4 Minute, 3 Second

বাঙালি কবি কাজী জহিরুল ইসলামের কাব্যগ্রস্থ সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের কলেজ জন জে’তে পাঠ্যপুস্তক হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে। এ উপলক্ষে প্রবাসের কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকদের নিয়ে বিশেষ এক আড্ডার আয়োজন করে ‘ঊনবাঙাল’ নামক একটি সংগঠন।

২৫ নভেম্বর নিউইয়র্ক সিটির জ্যামাইকার স্টার কাবাব মিলনায়তনে আয়োজিত আড্ডায় এ তথ্য জানানো হয়। এতে অংশ নেন ড. মাহবুব হাসান, ড. আবেদীন কাদের, কবি কাজী জহিরুল ইসলাম, ড. রাজীব ভৌমিক, কুইন্স লাইব্রেরির ম্যানেজার আব্দুল্লাহ জাহিদ, মুক্তিযোদ্ধা ফেরদৌস নাজমী, শিল্পী রাগীব আহসান, রাজিয়া নাজমী, শুকা রায়, মিতা হোসেন, সৈয়দ শামসুল হুদা, সৈয়দ টিপু সুলতান, নাসরীন চৌধুরী, মুক্তি জহির, যুবায়ের হোসেন, শামীম আল আমিন, মো. নুরুল হক, টিপু চৌধুরী, শিবলী নোমানী, ওয়াহেদ হোসেন প্রমুখ।

সম্প্রতি ইউরোপের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান জাস্ট ফিকশন এডিশন প্রকাশ করে ‘পোয়েমস অব কাজী জহিরুল ইসলাম’। গ্রন্থটি সম্পাদনা করেন অধ্যাপক ড. রাজীব ভৌমিক। অনুষ্ঠানে এই গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। ড. রাজীব ভৌমিক বলেন, দুই মাস অকান্ত পরিশ্রম করে এই গ্রন্থটির ম্যানুস্ক্রিপ্ট তৈরি করি। আমি কবির একজন ভক্ত, দুই বছর ধরে নিয়মিত তার কবিতা পড়ছি। ভালো লাগা থেকেই সিদ্ধান্ত নিই তার কবিতা নিয়ে একটি বই করবো। সুখবর হচ্ছে এই বইটি এখন আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয় জন জে’র পাঠ্যপুস্তক। এটি বাংলা কবিতার জন্য এক বিশাল অর্জন।

কাজী জহিরুল ইসলাম বলেন, এই প্রকাশনা এবং জন জে’র পাঠ্যপুস্তক হওয়া সবই ড. ভৌমিকের প্রচেষ্টার ফল। বাংলা কবিতাকে বিশ্বের দরবারে সম্মানের আসনে অধিষ্ঠিত করানোর স্বপ্ন আছে তার মধ্যে, এটি সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম পদক্ষেপ।

নাসরীন চৌধুরী, কুইন্স লাইব্রেরির ম্যানেজার আব্দুল্লাহ জাহিদ, ফেরদৌস নাজমী এবং মুক্তি জহির এই প্রকাশনা নিয়ে এবং জন জে’তে পাঠপুস্তক হিসেবে বইটির অন্তর্ভুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে কবি আবুল হাসানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার কবিতা আবৃত্তি করেন শুকা রায় এবং স্মৃতিচারণ করেন ড. মাহবুব হাসান, যুবায়ের হোসেন ও রাগীব আহসান। অকালপ্রয়াত এই কবির বাংলা সাহিত্যে অসামান্য অবদানের কথা উল্লেখ করে বক্তারা তার ব্যক্তিগত জীবনের নানান দিকও তুলে ধরেন। এরপরে স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি। এই পর্বে অংশ নেন কুড়িজন কবি ও আবৃত্তিশিল্পী।

ঢাকা থিয়েটারের সাবেক কর্মী শিবলী নোমানী তার আমন্ত্রণে ‘ঊনবাঙাল’ স্টার আড্ডায় আসার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post হংকংয়ে বাস-ট্যাক্সি সংঘর্ষে নিহত ৫, আহত ৩২
Next post উত্তর কোরিয়ার গুপ্তচর সন্দেহে ফরাসি কর্মকর্তা আটক
Close