Read Time:2 Minute, 58 Second

গত ৪ নভেম্বর ২০১৮, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)র নিজস্ব কার্যালয়ে ১২তম ইসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি নজরুল আলম এবং পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার শহিদ আলম। যথাযথভাবে আমেরিকার, বাংলাদেশের ও বাফলার নিজস্ব জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ইসি মিটিং শুরু হয়। সভার প্রথম এজেন্ডা ছিল কবরস্থান ক্রয় বিষয়ক।

উল্লেখ্য, বাফলার মিশন শুধু মাত্র প্যারেড করা নয়। (১) একতা, (২) চ্যারিটি, (৩) কমিউনিটির উন্নয়ন এবং বাংলাদেশ ডে প্যারেড উদযাপন।
ইতিমধ্যে বাফলা চ্যারিটি মাতৃভূমি এবং হোমল্যাণ্ডের মানুষের কল্যাণে ও সাহায্যে বিভিন্ন ধরণের চ্যারিটিমূলক কাজ করে ভূয়সি প্রশংসা অর্জন করেছে। কমিউনিটির উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা সমাজে প্রতিষ্ঠিত করেছে। এ কথা বলার অপেক্ষা রাখে না। লস এঞ্জেলেসে বফলার মত স্বচ্ছ কার্যক্রমের সমকক্ষ কমিউনিটিতে ২য়টি আর নেই।
সম্প্রতি বাফলার কর্মকর্তাবৃন্দ প্রবাসী কমিউনিটির সুবিধা বঞ্চিত মানুষের প্রয়োজনে ১০টি কবর স্থান ক্রয় করার চুক্তিবদ্ধ হয় স্যান গ্যাবরিয়াল মুসলিম কবরস্থানের সাথে। প্রথমে ৫ ০০০ ডলার অগ্রিম প্রদান করে এবং ১২তম ইসি মিটিং এ ক্যাবিনেটের পক্ষ থেকে বাকী ২০,০০০ ডলার (মোট ২৫,০০০ ডলার) প্রদান করার মাধ্যমে উক্ত ১০টির মালিকানা পত্র হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ইতিমধ্যে একটি কবরস্থান কমিউনিটির সুবিধাবঞ্চিত ব্যাক্তির জন্য ব্যবহৃত হয়েছে। কমিউনিটির মানুষ বাফলার কতৃপক্ষের প্রতি অশেষ শ্রদ্ধা প্রকাশ করেছে। প্রবাসে সর্বচ্চ চ্যারিটির মধ্যে কবরস্থান দান নি:সন্ধেহে মহৎ ও কল্যাণ কর উদ্যোগ। প্রবাস বাংলার মাধ্যমে সমর্থযোগ্য ব্যাক্তিদের প্রতি শিপার চৌধুরী বাফলা চ্যারিটির মাধ্যমে আরও অধিক কবর ক্রয়ে সাহায্য করার জন্য কমিউনিটির প্রতি আহ্বান জানান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মতামত: একজন পরোপকারী শামছুর কথা কেউ বলেনা!
Next post বাংলাদেশে জর্জ হ্যারিসন ও রবি শংকর সড়ক চাই
Close