Read Time:1 Minute, 24 Second

টরন্টোতে বিশ্ব সিলেট সম্মেলন অনুষ্ঠিত হবে ১ ও ২ সেপ্টেম্বর। ঢাকায় জালালাবাদ এসোসিয়েশনের সহায়তায় টরন্টোর জালালাবাদ এসোসিয়েশন এই সম্মেলনের আয়োজন করছে।

টরেন্টোর স্কারবরো এলাকায় গ্র্যান্ড প্যালেস কনভেনশন সেন্টারের এই সম্মেলন উৎসর্গ করা হয়েছে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর স্মৃতিতে।

এ সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশের অর্থমন্ত্রী এ এম এ মুহিত। বিশিষ্টজনদের মধ্যে আরও থাকবেন ড. কাজী খলিকুজ্জমান আহমেদ, ড. এ কে এ মোমেন, রাশেদা কে চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ।যুক্তরাষ্ট্র থেকেও জালালাবাদ অঞ্চলের নেতৃবৃন্দ সম্মেলনে যাবেন বলে শোনা যাচ্ছে।

উল্লেখ্য, গত বছর এই সম্মেলন হয় নিউইয়র্কে। সেখানেও বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং জালালাবাদের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ট্যাক্সি ড্রাইভারদের জন্যে নিউইয়র্কে শৌচাগার নির্মাণের দাবি
Next post ভিয়েনায় প্রবাসী বাঙালিদের ঈদ পুনর্মিলনী
Close