Read Time:3 Minute, 4 Second

কাতারে প্রথমবারের মতো বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাময়িকী ‘পরিবর্তন’ ও ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ.কে. এম. আমিনুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর ড, সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাতার নিউজ এজেন্সির প্রধান সম্পাদক কাতারি নাগরিক মো, খালিদ আল-জিয়ারা।

এছাড়াও ছিলেন বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মো. আবদুস সাত্তার, বাংলাদেশ স্কুল ও কলেজের উপাধ্যক্ষ মো. জুলফিকার আজাদ, এরাবিয়ান এক্সচেঞ্জ এর মহাব্যবস্থাপক নূরুল কাবির চৌধুরী, পিক কুইক লিমুজিনের প্রধান নির্বাহী আলমগীর মোহাম্মদ আলী, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান এম. সাইফুল আলম।

সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রকাশনা উৎসবের আহ্বায়ক ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন মো. শামীম। বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ নূর।  বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাওলা হাজারী, সদস্য হারুন রশিদ মৃধা।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সফিকুল ইসলাম প্রধান, মো. শাহজাহান সাজু, মো. কফিল উদ্দিন, মো. জসীম উদ্দিন, মো. নাসির উদ্দিন, কাজী আশরাফুল ইসলাম ও মিল্লাত কামাল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য সম্পাদক আবু হানিফ রানা, সদস্য শাহেদ আহমদ,শরিফুল ইসলাম আবুল,শাহ আলম, প্রক্রিয়াধীন সদস্য কে. এম. হোসেন প্রমুখ।

উল্লেখ্য বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটটি তৈরি করেছেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া খালিদ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post জর্ডানে পুলিশ-জঙ্গি গোলাগুলি; নিহত ৭
Next post ইহুদি রাষ্ট্র আইনের প্রতিবাদে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ
Close