Read Time:2 Minute, 14 Second

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনের পরিবেশ ভালো আছে, ভোটের দিনও ভালো থাকবে। কারা অবরোধ-হরতালের ডাক দিল সেটা দেখার সময় নেই।

শুক্রবার দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের চার জেলার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের পরিবেশ তৈরিতে আমরা কাজ করছি। আশা করছি নির্বাচনে পরিবেশ ভালো থাকবে, ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। অতীতের নির্বাচনী ইতিহাস অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকার সম্ভাবনা বেশি।

তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। একদিনের নোটিশে মাঠ প্রশাসনের সঙ্গে এই প্রস্তুতিমূলক সভাই বলে দেয় তাদের সঙ্গে কমিশনের সম্পর্ক কেমন।

বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ছাড়াও র‌্যাব ও বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ফেরদৌস ও সাকিবের হাতে নৌকার বৈঠা ওঠার গুঞ্জন
Next post মনোনয়ন বঞ্চিত হলেন আওয়ামী লীগের যেসব এমপি
Close