Read Time:1 Minute, 49 Second

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গতকাল শনিবার (২৬ আগস্ট) বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। জ্যাকসনভিলেতে তিন কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে শ্বেতাঙ্গ এক বন্দুকধারী।

এরপর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন।

স্থানীয় পুলিশ বলছে, বন্দুকধারীর বয়স ২০ বছরের মতো। শ্বেতাঙ্গ ওই বন্দুকধারী বর্ণবাদী ছিলেন। হামলার সময় তিনি আত্মঘাতী বন্ধনী (ভেস্ট) পরেছিলেন। তার হাতে এআর-রাইফেল ও হ্যান্ডগান ছিল। ডলার জেনারেল নামে একটি দোকানে ঢুকে তিনি গুলি চালাতে শুরু করেন। হামলাকারীর লক্ষ্য ছিলেন শুধু কৃষ্ণাঙ্গরা। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

হামলাকারীর নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। অভিযুক্ত এই হামলাকারী তার বাবা-মায়ের সাথে জ্যাকসনভিলের ক্লে কাউন্টিতে থাকতেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে এফবিআই।

এদিকে জ্যাকসনভিলের মেয়র ডোনা ডিগান এটিকে ঘৃণাপূর্ণ অপরাধ (হেইট ক্রাইম) হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন এই ধরনের হামলা মোকাবিলা করা খুবই কঠিন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ২০ সেনা নিয়ে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
Next post নিউইয়র্কে মসজিদের মাইকে আজানের অনুমতি
Close