Read Time:4 Minute, 3 Second

আরও ৪৪টি দেশে দ্বৈত নাগরিকত্ব সুবিধা পাবেন বাংলাদেশিরা। বর্তমানে ৫৭ দেশের দ্বৈত নাগরিকত্ব সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা। দ্বৈত নাগরিকত্বে নতুন করে ৪৪টি দেশ যুক্ত করে ‘বিভিন্ন দেশের নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব সুবিধা দেওয়ার বিষয়ে এসআরও জারির প্রস্তাব’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন মেলে। বৈঠক শেষে সচিবালয়ে ফিরে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমানে ৫৭টি দেশে দ্বৈত নাগরিকত্ব সুবিধা আছে। নতুন করে ৪৪টি দেশ যুক্ত হওয়ায় এখন মোট ১০১টি দেশের নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব সুবিধা পাবেন। বর্তমানে দেশের কত মানুষ দ্বৈত নাগরিকত্বের সুবিধা নিচ্ছেন এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি মন্ত্রিপরিষদ সচিব মাহবুব।

মাহবুব জানান, আপনারা জানেন আমাদের নাগরিকত্ব সংক্রান্ত একটি আইন রয়েছে। সেখানে বলা আছে বাংলাদেশের কোনো নাগরিক যদি বিদেশে কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে বাংলাদেশের নাগরিকত্ব চলমান রাখতে পারবে। কোন কোন দেশের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে সেটা এসআরও মাধ্যমে নিশ্চিত করা হয়। আগে ইউরোপ, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, হংকং, ব্রুনাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়াসহ মোট ৫৭টি দেশ ছিল।

তিনি বলেন, বর্তমানে দেখা যাচ্ছে পৃথিবীর অন্য অনেক দেশে বাংলাদেশের নাগরিকরা গিয়েছেন। তারা বাংলাদেশের নাগরিকত্ব চলমান রাখতে চান। সেটা বিবেচনায় নিয়ে আরও ৪৪টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আফ্রিকা মহাদেশের ১৯টি দেশের দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন বাংলাদেশিরা। দেশগুলো হলো- মিশর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, মরক্কো, ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিসিয়া, সিয়েরা লিয়ন, লিবিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোয়ানা, মরিশাস।

দক্ষিণ আমেরিকা মহাদেশের ১২টি দেশ। এগুলো হলো- ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনিজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর, চিলি, উরুগুয়ে, গায়ানা। ক্যারিবিয়ান অঞ্চলের ১২টি দেশ। এগুলো হলো- কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, বাহামা, জামাইকা, ত্রিনিদাদ ও টোবাকো, ডমিনিকা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন, গ্রেনাডা, সেন্ট কিটস ও নেভিস। এ ছাড়া ওশেনিয়া মহাদেশের ফিজির নাগরিকত্ব সুবিধা পাবেন বাংলাদেশিরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ইংল্যান্ড ও বাংলাদেশ দলকে সংবর্ধনা দিলো ব্রিটিশ হাইকমিশন
Next post চীনের ল্যাব থেকেই করোনা ছড়িয়েছে: এফবিআই প্রধান
Close