Read Time:2 Minute, 18 Second

নিউইয়র্কে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী।

উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ।

জ্যাকসন হাইটসের নবান্ন হল রুমে ৩০ মার্চ রাতে উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সাগরিকা।

৩১ মার্চ সন্ধ্যায় প্রদর্শিত হবে পথে হলো দেরি ও সাড়ে চুয়াত্তর।

প্রদীপ প্রজ্জ্বালন করে উৎসব উদ্বোধনে মৌসুমীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, অভিনেত্রী রেখা আহমেদ, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ এবং ফজলুর রহমান। উৎসব সফল করতে সার্বিক সহযোগীতা করছে শাহ্ গ্রুপ।

স্বাধীন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ-এর কর্ণধার গোপাল সান্যাল।

অনুষ্ঠানে বক্তব্য দেন— অধ্যাপক হোসনে আরা, ডক্টর বিশ্বজিৎ রায়, বাংলাদেশ ক্লাব ইউএসএর সভাপতি নুরুল আমিন বাবু, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া ও প্রজন্ম ৭১ এর আহবায়ক শিবলী সাদিক।

কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোরের দিন কাটে পাবনা জেলার গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। ১৯৪৭ সালে দেশভাগের পর তাদের পরিবারের সবাই ভারতে চলে যান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post যুক্তরাষ্ট্রে পোয়েটস অ্যান্ড কোয়ান্টসের শীর্ষ তালিকায় বাংলাদেশি অধ্যাপক মাহফুজা
Next post বাংলাদেশের নৌপথ ব্যবহারে ট্রানজিট চুক্তি চায় ভুটান
Close