Read Time:2 Minute, 19 Second

বাফলার ভার্চুয়াল ফান্ড রাইজিং চ্যারিটি গত ৫ নভেম্বর ২০২১, শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যালয় থেকে পরিচালিত হয় এই ভার্চুয়াল চ্যারিটি অনুষ্ঠান। এসময় উক্ত আয়োজন থেকে সংগ্রহ হয়েছে ৩০ হাজার ডলারেরও বেশি অর্থ।

ভার্চুয়াল অনুষ্ঠানটি পরিচালনা করেন বাফলা চ্যারেটির কো অর্ডিনেটর জসিম আশরাফি। এতে বক্তব্য রাখেন- বাফলার প্রেসিডেন্ট শিপার চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদজ্ঞাপন করেন প্রাক্তন প্রেসিডেন্ট ডা: আবুল হাসেম।

শুরুতে বাফলার চ্যারেটির একটি প্রেজেন্টেশন ভিডিও দেখানো হয়। যার পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জিয়া শাওন এবং উপস্থাপনায় ছিলেন- রশনি আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সামসুদ্দিন মানিক, সহিদুল ইসলাম, ইলিয়াস সিকদার প্রমুখ।

উল্লেখ্য, বাফলা চ্যারেটি সংগৃহিত অর্থ দিয়ে প্রতিবছর দেশে ও প্রবাসের কমিউনিটির স্বার্থে কাজ করা হয়। বিগত দুই বছর করোনার কারণে বাফলার প্যারেড অনুষ্ঠিত না হলেও বাফলার চ্যারেটি কার্যক্রম চালু ছিল এবং প্রবাসে ও বাংলাদেশে বিভিন্ন জনস্বার্থমূলক কর্মকাণ্ডে সংগৃহিত অর্থ ব্যয় করা হয়।

কমিউনিটিকে আহ্বান জানিয়ে বাফলার প্রেসিডেন্ট শিপার চৌধুরী বলেন, ‘বাফলা ননপ্রফিট সংগঠন হিসেবে (৫০১সি) ট্যাক্স মওকুফ সহ যাকাত-সাদকার টাকা চ্যারেটিতে দান করতে পারেন। আপনি চাইলে- যে কোন সময় সাহায্যের হাত বাড়িয়ে আমাদের প্রকল্পগুলো বাস্তবায়নে সহায়তা করতে পারেন।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম ও রাষ্ট্রধর্ম থাকতে পারে না’
Next post যুক্তরাস্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার জেল হত্যা দিবস পালন
Close