Read Time:2 Minute, 12 Second

সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম ও রাষ্ট্রধর্ম থাকতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

শনিবার বিকেলে সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ আয়োজিত স্থানীয় ওলামায়ে কেরাম ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

ডা. মুরাদ হাসান বলেন, ‘স্বাধীনতাবিরোধী, যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতি করে, তাদের গায়ে আমার কথা খুব লেগেছে। আমি এমন কোনো কথা বলিনি যা আমার প্রিয় ধর্ম ইসলামের বিপক্ষে যায়।’

‘আমি বলেছি- বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র নয়, অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমাদের কোনো রাষ্ট্র ধর্ম থাকতে পারে না। এটাই বলেছি আমি’ যোগ করেন তিনি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বলেছি বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে হবে। বঙ্গবন্ধুর সংবিধানে হাত দিয়েছিল জিয়াউর রহমান ও এরশাদ। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম লিখেছিলেন। বিসমিল্লাহির রহমানির রাহিম সংবিধানে থাকতে পারে না।’

‘এরশাদ যুক্ত করেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম। রাষ্ট্র ধর্ম বলতে কিছু নাই। ধর্ম যার যার তার। এটা নিয়ে উগ্র হওয়ার, ধর্মান্ধ হওয়ার কিছু নাই’ যোগ করেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা। এতে সরিষাবাড়ী উপজেলার ওলামায়ে কেরাম ও বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post টেক্সাস ডেমক্র্যাটিক পার্টির কাউন্টি চেয়ারম্যান বাংলাদেশি রহিম
Next post বাফলার ভার্চুয়াল চ্যারেটিতে ৩০ হাজার ডলারের উর্দ্ধে ফান্ড সংগ্রহ
Close