বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পর্তুগাল ও জুভেন্তাস ফরোয়ার্ডের কভিড-১৯ পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ৩৫ বছর বয়সী রোনালদো করোনায় আক্রান্ত হলেও তার মধ্যে কোনো উপসর্গ নেই। তিনি ভালো আছেন এবং আইসোলেশনে আছেন।
রবিবার রাতে ইউরোপিয়ান নেশন্স লিগে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। গোলশূন্য ড্র হওয়া ম্যাচটি শেষে করানো পরীক্ষায় রোনালদোর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে।
বুধবার নেশন্স লিগে সুইডেনের বিপক্ষে ম্যাচ পর্তুগালের। অর্থাৎ সেই ম্যাচে খেলতে পারবেন না রোনালদো। তবে ফার্নান্দো সান্তোসের দলের বাকি সদস্যদের সবাই পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। ফলে তাদের খেলতে অসুবিধা নেই।
পর্তুগাল ফুটবল ফেডারেশন জানায়, রোনালদো আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার বাকিদের নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে। সবার ফলই নেগেটিভ এসেছে।
সেপ্টেম্বরে নেশন্স লিগেই সুইডেনকে হারানো ম্যাচে প্রথম ইউরোপিয়ান ফুটবলার হিসেবে ১০০ আন্তর্জাতিক গোলের কীর্তি গড়েন রোনালদো। করোনা আক্রান্ত হওয়ায় এখন শুধু নেশন্স লিগ নয়, জুভেন্তাসের হয়েও একাধিক ম্যাচ মিস করবেন তিনি।
কারণ ১৭ অক্টোবর লিগে তুরিনের ক্লাবটির ম্যাচ ক্রোটনের বিপক্ষে। ২৫ অক্টোবর তাদের খেলা ভেরোনার বিপক্ষে। মাঝে ২০ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলবে জুভেন্তাস। যে সময় কোয়ারেন্টাইনেই থাকবেন সিআরসেভেন।
রোনালদো সোমবার রাতে পর্তুগাল স্কোয়াডের খেলোয়াড়দের সঙ্গে খাবার টেবিলে তোলা একটি সেলফি পোস্ট করেছিলেন টুইটারে। যার ক্যাপশনে লিখেছিলেন, ‘মাঠে ও মাঠের বাইরে সবাই ঐক্যবদ্ধ।’ তবে করোনা আক্রান্ত হওয়া নিয়ে এখনো কিছু লিখেননি।
More Stories
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। পরিবর্তে আইসিসি অন্তর্ভুক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে।...
আইসিসির দ্বিমুখী নীতির আসল চেহারা উন্মোচন করলো উইজডেন
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই প্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে...
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাদ পড়েছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে বৈশ্বিক এই আসরে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে...
তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ রাখলো না আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই আয়োজন...
আইসিসি প্রতিনিধির সঙ্গে বৈঠক: ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকট নিরসনে...
সাফ জয় বাংলাদেশের মেয়েদের
শিরোপার মঞ্চে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সামনে সমীকরণ ছিল খুব সহজ। আগের পাঁচ ম্যাচে জেতায় নেপালের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন...
