Read Time:1 Minute, 48 Second

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের জার্সি গায়ে তিনি সর্বশেষ খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে গতবছর ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড কাপে। এরপর থেকে আকাশি-নীল জার্সিতে আর দেখা যায়নি।

আজ শনিবার রাতে সামাজিক যোগাযোগেরমাধ্যম ইন্সটাগ্রামে তিনি অবসরের ঘোষণা দেন।

পোস্টে তিনি লেখেন, ‘আমাকের ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ রাত ৭টা ২৯ মিনিট থেকে (স্থানীয় সময়) অবসর প্রাপ্ত হিসেবে গণ্য করবেন।’

দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপও। বলতে গেলে কোনো অপূর্ণতাই নেই তার এই লম্বা ক্যারিয়ারের বিদায় বেলায়।

২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়া ধোনি এখন পর্যন্ত খেলেছেন ৩৫০টি ম্যাচ। যেখানে ৫০.৫৭ গড়ে করেছেন ১০ হাজার ৭৭৩ রান। রয়েছে ১০টি শতকের সঙ্গে ৭৩টি অর্ধশতক।

টেস্টে ৯০ ম্যাচে ৩৮.০৯ গড়ে ৬টি শতক আর ৩৩টি অর্ধশতক মিলে করেছেন ৪ হাজার ৮৭৬ রান। টি-টোয়েন্টিতে ৯৮ ম্যাচে ৩৭.৬০ গড়ে করেছেন ১ হাজার ৬১৭ রান। রয়েছে ২টি অর্ধশতক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মুর্তজা বশীর আর নেই : স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত
Next post অস্ট্রেলিয়াতে জাতীয় শোক দিবস পালন
Close