Read Time:1 Minute, 33 Second

স্ত্রী আমিনা বশীরের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের প্রখ্যাত শিল্পী, ভাষা সংগ্রামী মুর্তজা বশীর। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার পারিবারিক বন্ধু আলোকচিত্রী মোহাম্মদ আসাদ।

এর আগে, এভারকেয়ার হাসপাতাল থেকে শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে মনিপুরি পাড়ার বাসায় নেওয়া হয় তার মরদেহ।

শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুর্তজা বশীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এমআইসিইউ) ভর্তি করা হয় মুর্তজা বশীরকে।

শুক্রবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মুর্তজা বশীরের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায়ও ভুগছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বঙ্গবন্ধুকে কেড়ে নেয়া বুলেটই খালেদা জিয়াকে বিধবা করেছে: কাদের
Next post অবসরের ঘোষণা দিলেন মহেন্দ্র সিং ধোনি
Close