বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভারতীয় পণ্যবর্জ করে স্বদেশি পণ্য কিনতে বলায় আওয়ামী লীগের গা জ্বালা শুরু হয়েছে। এখন তারা দেশপ্রেমিক জনতার মুখ বন্ধ করতে প্রতিনিয়ত হুমকি-ধামকি দিতে শুরু করেছেন তারা। এমন ত্রীতদাস হয়েছেন তারা। ওই দেশটি আওয়ামী লীগের কাছে কখনো স্বামী, কখনো প্রভু। এজন্য শোষণ করলেও কেউ যেন প্রতিবাদ করতে না পারে, সেজন্য হুমকি দিতে শুরু করেছেন সরকারের মন্ত্রী-এমপিরা।’
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন। রমজানে দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে শিক্ষক পরিবারের পক্ষ থেকে এই ইফতারের আয়োজন করা হয়।
রিজভী বলেন, ‘নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষ—এই রমজান মাসে ছোলা কিনতে পারে না, ডাল কিনতে পারে না, পেয়াঁজ কিনতে পারে না, মরিচ কিনতে পারে না, তেল কিনতে পারে না। কিনতে পারে না বলেই আজকে মা তার সন্তানকে বিক্রি করছে। চারদিকে ক্ষুধার আর্ত্মনাদ বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। অন্যদিকে সরকারের লোকজন লুটপাট করে দেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিদেশে বেগমপাড়া বানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই লুটপাটকে জায়েজ করতে “আমি আর ডামি” নির্বাচন করে ভারতের সমর্থনে ক্ষমতায় এসেছে এই পুতুল সরকার। নির্বাচনে অনেক ডামি প্রার্থীই বলেছেন, “আমাকে কেউ পরাজিত করতে পারবে না। কারণ আমি ভারতের প্রার্থী”। এই সাজানো ও পাতানো নির্বাচনে কতজন ভারতের প্রার্থী ছিলেন, সেটি একদিন বের হবে, জাতি জানতে পারবে।’
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহআইন সম্পাদক জয়নাল আবেদীন মেজবাহ, শিক্ষক নেতা জাকির হোসেন প্রমুখ।
More Stories
এক বছরের মধ্যে নির্বাচন চায় ৬১ শতাংশ মানুষ
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অগাস্টের ৮ তারিখ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী...
নির্বাচনে যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে। সাবেক স্বৈরাচার দেশি-বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র...
অন্তর্বর্তী সরকার ফেল করলে আমাদের বিপদ আছে : এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হারিয়ে যাওয়া গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই করাই...
উগ্রবাদীদের সাথে সরকারের একটি অংশ মিলে হিন্দুদের উচ্ছেদে চেষ্টা চালাচ্ছে: চিন্ময় কৃষ্ণ দাস
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অভিযোগ করেছেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে যেখানেই আন্দোলন হয়েছে, সেখানেই...
আ.লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর
আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে...
গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না। বিশ্বের কোথাও গুমের সঙ্গে জড়িতরা...