Read Time:2 Minute, 25 Second

মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভের দুই-তৃতীয়াংশের বেশি সদস্য বৃহস্পতিবার দেশটির নতুন প্রতিরক্ষা বিলের পক্ষে ভোট দিয়েছেন। নতুন এই বিলে সামরিক বাজেট বরাদ্দ করা হয়েছে ৮৮৬ বিলিয়ন ডলার। এছাড়াও বিলটিতে ইউক্রেনের জন্য সহায়তা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের বিরুদ্ধে টিকে থাকার জন্য বাজেট অন্তর্ভুক্ত ছিল। খবর রয়টার্সের।

গত বছরের তুলনায় এবারের বাজেটের পরিমাণ বেড়েছে ২৮ বিলিয়ন ডলার। আর ইউক্রেনের জন্য সহায়তা হিসেবে রাখা হয়েছে ৩০০ মিলিয়ন ডলার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিলে স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে।

বিলের পক্ষে ভোট দিয়েছেন ৩১০ জন ও বিরুদ্ধে দিয়েছেন ১১৮ জন। এরপর সিনেটে এর পক্ষে ৮৭টি ও বিরুদ্ধে ১৩টি ভোট পরে। এই বিলে সামরিক বাহিনীর সদস্যদের বেতন ৫ দশমিক ২ শতাংশ বাড়ানো হয়েছে। বাজেটের আকারও বেড়েছে তিন শতাংশ।

অস্ত্র কেনার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৬৮ বিলিয়ন ডলার। অপরদিকে গবেষণার জন্য ১৪৫ বিলিয়ন ডলার ও পরমাণু বোমার পেছনে ব্যয় হবে ৩২ বিলিয়ন ডলার।

তবে এর আগে বাইডেন ইউক্রেনকে ৬১ বিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ অনুমোদনের প্রস্তাব দিয়েছিলেন। সেই তুলনায় মাত্র ৩০০ মিলিয়ন ডলার অনেকটাই কম।

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার ক্যাপিটলে আইন প্রণেতাদের সঙ্গে দেখা করেছিলেন। বাইডেনের প্রস্তাবিত তহবিলের যেন অনুমোদন করা হয় এই অনুরোধ করতে তিনি এই সফর করেন। তবে রিপাবলিকানরা কোনো প্রতিশ্রুতি না দিয়েই তার সঙ্গে বৈঠক শেষ করে বেরিয়ে আসেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post দেড় মাস পর নয়াপল্টনে কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
Next post ইকোনমিস্টের প্রতিবেদন: পুনরায় নির্বাচিত হওয়ার পথে শেখ হাসিনার দল
Close