Read Time:1 Minute, 40 Second

গত ২৮ অক্টোবরের সমাবেশের দেড় মাস পর নয়াপল্টনে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে নয়াপল্টন থেকে বিজয় র‌্যালি শুরু করবে দলটি। মহান বিজয় দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

বিজয় দিবসের কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, বিজয় দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ করা হবে। এরপর বেলা ১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‍্যালি বের করা হবে। র‍্যালিটি মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে।

র‍্যালির বিষয়ে সার্বিক সহযোগিতা চেয়ে গত বুধবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অফিসে চিঠি দিয়েছিল বিএনপি। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল এই চিঠিটি দিয়ে আসেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কী বোঝায়, টিআইবিকে কাদেরের প্রশ্ন
Next post মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বিল পাস
Close