Read Time:4 Minute, 45 Second

গত ১৮ জুলাই আমেরিকায় সন্ত্রাসী কর্তৃক বাংলাদেশি প্রবাসী ছাত্র ইয়াজউদ্দীনের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন।

মানববন্ধনে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

পাশাপাশি মঙ্গলবার (২৫ জুলাই) নিহতের স্বজনদের সঙ্গে নিয়ে আমেরিকার দূতাবাসে গিয়ে ভুক্তভোগী পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ চাওয়াসহ এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে প্রতিবাদলিপি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন সচেতন নাগরিক সমাজের সভাপতি মশিউর রহমান।

মানববন্ধনে সংগঠনটির সদস্য সচিব আশরাফ হোসেন বলেন, ভাগ্য বদলানোর জন্য ইয়াজউদ্দীন আমেরিকা গিয়েছিলেন। কিন্তু তিনি ভাগ্য পরিবর্তন করতে পারেনি। তাকে নির্মমভাবে হত্যা করা হল। আমেরিকা মানবতা নিয়ে এতো কথা বলে কোথায় গেল তাদের মানবতা?

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, আমেরিকা বাংলাদেশের ছোট ছোট বিষয়েও কথা বলে। আমরা ধিক্কার জানাতে চাই ওই রাষ্ট্রকে, যার মুখে মানবতার কথা বলে। কিন্তু আমাদের দেশের এক তরুণ সেখানে হত্যার শিকার হয়েছে। সেই হত্যার বিষয়ে আপনাদের কোনো পদক্ষেপ নাই। আপনারা আমাদের দেশের মানবাধিকারের কথা বলেন। আপনাদের মানবাধিকার কোথায় এখন? আমরা এই হত্যার দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

বিনা কারণে বিদেশিদের সুড়সুড়ি দেওয়ার মনোভাব থেকে সরে আসার পরামর্শ দিয়ে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ বলেন, কিছুদিন আগে আমরা দেখলাম, হিরো আলমের কোথায় কি হলো, সেটা আপনারা আপনাদের অফিসিয়াল পেইজ থেকে বিবৃতি দিয়েছেন। অথচ আপনাদের দেশে যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়, সেগুলো নিয়ে কোনো কথা বলেন না। আমাদের এক ভাই নিহত হয়েছেন, সেটা আপনারা দেখেন না। আমরা বলতে চাই, আপনার রাষ্ট্রে কে কীভাবে আমাদের সন্তানকে হত্যা করেছে, তা চিহ্নিত করে দ্রুত এর বিচার করুন।

ছাত্রদের পক্ষ থেকে কথা বলেন মুন্সি আরিফ হোসেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হত্যার শিকার হয়েছেন। তিনি সেখানে পড়াশোনা করতে গিয়েছিলেন। তিনি যদি সেটা পুরোপুরি শেষ করতে পারতেন, তাহলে ভালো কিছু করতে পারতেন। কিন্তু এ বিষয়ে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নসহ কারও দায়িত্বশীল কোনো পদক্ষেপ আমরা দেখলাম না। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত আছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি আমেরিকার দূতাবাস যেন এই পরিবারকে সব ধরনের আর্থিক সাহায্য করে সেই দাবিও জানাচ্ছি।

যদিও মানববন্ধনে নিহতের পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। শুধুমাত্র সচেতন নাগরিক সমাজের সদস্যরা এবং স্থানীয় সরকার দলীয় নেতারা এতে উপস্থিত ছিলেন।

মানববন্ধনের সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজের সভাপতি মশিউর রহমান। সঞ্চালনা করেন সদস্য সচিব আশরাফ হোসেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post পাসপোর্টে বয়স কমিয়ে দুশ্চিন্তায় কুয়েত প্রবাসীরা
Next post আবারও ঢাকা ওয়াসার এমডি হচ্ছেন তাকসিম
Close