ইউক্রেনে-যুদ্ধ-বন্ধের-পক্ষে-আফগানিস্তান-ভুটান-ভোট-দেয়নি-বাংলাদেশ-চীনযুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সময় বৃহস্পতিবার ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার এবং দেশটিতে শান্তি ফেরাতে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস হয়। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সময় বৃহস্পতিবার উত্থাপিত এ প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে অংশ নেয়নি ৩৩টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়াসহ সাতটি দেশ।
ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার এবং দেশটিতে শান্তি ফেরাতে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) প্রস্তাব পাস হয়েছে, যার পক্ষে ভোট দিয়েছে দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, ভুটানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৪১টি দেশ।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সময় বৃহস্পতিবার উত্থাপিত এ প্রস্তাবের পক্ষে কিংবা বিপক্ষে ভোট দেয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ, প্রতিবেশী তিন দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং পূর্ব এশিয়ার বৈশ্বিক পরাশক্তি চীন।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, প্রস্তাবে ইউক্রেনে হামলার জন্য ফের রাশিয়ার নিন্দা জানায় ইউএনজিএ। জাতিসংঘের অঙ্গ সংস্থাটি ইউক্রেন থেকে অবিলম্বে রুশ সেনা প্রত্যাহার ও যুদ্ধ বন্ধের আহ্বান জানায়।
ইউক্রেনে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শুরু হওয়া বিশেষ সামরিক অভিযানের বার্ষিকীর প্রাক্কালে ইউএনজিএ প্রস্তাবটি পাস করে, যাতে ‘বড় পরিসরে, যথাযথ ও টেকসইভাবে শান্তি’ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে অংশ নেয়নি ৩৩টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়াসহ সাতটি দেশ।
প্রস্তাবের পক্ষে যারা
ইউএনজিএতে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট দেয়া দেশগুলোর মধ্যে রয়েছে ইউক্রেন, আফগানিস্তান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ভুটান, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, ডেনমার্ক, মিসর, জার্মানি, ঘানা, ইরাক, ইন্দোনেশিয়া, ইসরায়েল, ইতালি, জাপান, জর্ডান, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, মিয়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, পোল্যান্ড, ওমান, কাতার, সাউথ কোরিয়া, সৌদি আরব, সোমালিয়া, তিউনিসিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইয়েমেন ও জাম্বিয়া।
বিপক্ষে ভোট
জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া ও সিরিয়া।
ভোট দেয়নি
প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট দেয়া থেকে বিরত দেশগুলোর মধ্যে ছিল আলজেরিয়া, আর্মেনিয়া, বাংলাদেশ, বলিভিয়া, চীন, কিউবা, ইথিওপিয়া, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নামিবিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সুদান, উগান্ডা, উজবেকিস্তান, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে।
More Stories
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...