Read Time:1 Minute, 59 Second

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলি গ্রামের ইসমাইল হোসেন, দাগনভূঁইয়া উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের রাজু আহমেদ, একই উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের মো. মোস্তফা, সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের আবুল হোসেন ও নাদিম হোসেন।

প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা গেছে, বাংলাদেশিরা জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মারা যান। গুরুতর আহত হন আরও দুই বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ইসমাইল হোসেনের পিতা শরীয়ত উল্লাহ বলেন, আমার ছেলে ইসমাইল হোসেন অবিবাহিত। আগামী দুই মাস পরে দেশে আসলে তাকে বিয়ে করাতাম। সে ১১ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় থাকে। আমি তার মরদেহটি দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানাই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ক্যালিফর্নিয়ায় স্থায়ী শহীদ মিনার উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
Next post ইউক্রেনে যুদ্ধ বন্ধের পক্ষে আফগানিস্তান ভুটান, ভোট দেয়নি বাংলাদেশ চীন
Close