Read Time:1 Minute, 56 Second

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অতিরিক্ত ৫০ কোটি ডলার অস্ত্র সহায়তার একটি নতুন প্যাকেজ দেবে। এই প্যাকেজের মধ্যে থাকছে আর্টিলারি গোলাবারুদ, অ্যান্টি-আর্মার সিস্টেম এবং নজরদারি রাডার।

সোমবার কিয়েভে আকস্মিক সফরকালে প্রেনিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, প্রতিরক্ষা প্যাকেজে অ্যান্টি-আর্মার সিস্টেম, বিমান নজরদারি রাডার এবং ‘হিমারস ও হাউইটজারের জন্য আরও গোলাবারুদ রয়েছে যা ইউক্রেন তাদের দেশকে রক্ষা করার জন্য কার্যকরভাবে ব্যবহার করছে।’

বাইডেন প্রশাসন সূত্রে জানিয়েছে, নতুন প্যাকেজে জ্যাভলিন অ্যান্টি-আরমার সিস্টেম, প্রায় দুই হাজার অ্যান্টি-আরমার রকেট, চারটি অগ্রগামী পর্যবেক্ষণ যান, দুটি কৌশলগত যান, যুদ্ধাস্ত্র, চিকিৎসা সরবরাহ এবং অন্যান্য সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।

ব্লিঙ্কেন বলেছেন, ‘রাশিয়া একাই তার যুদ্ধ শেষ করতে পারে। এটি না হওয়া পর্যন্ত, যুদ্ধক্ষেত্রে নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে যতদিন লাগবে আমরা ততদিন ইউক্রেনের সাথে ঐক্যবদ্ধ থাকব যাতে তারা ভবিষ্যতে যেকোনো আলোচনার টেবিলে সম্ভাব্য শক্তিশালী অবস্থানে থাকে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post এবার হজ পালনে ৪ শর্ত
Next post সালমান রুশদির ওপর হামলকারীকে ১ হাজার বর্গমিটার জমি দানের ঘোষণা
Close