সৌদি আরবের নির্মাণাধীন ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ রাশেদ মামুন (৩১) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১ টায় মক্কা নগরীতে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত প্রবাসী মোহাম্মদ রাশেদ মামুন কক্সবাজার জেলার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, আজ মামুন দুপুরে নির্মাণাধীন ৩ তলা ভবনের কাজ শেষ করে সৌদি মালিককে কাজ বুঝিয়ে দিচ্ছিলেন। এ সময় ছাদ পরিমাপের সময় অসাবধানতাবশত পা পিছলে ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গাতে গুরুতর জখম হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে নিহত মোহাম্মদ রাশেদ মামুনের লাশ মক্কার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, নিহত মামুন গত ৮/৯ বছর ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে, মা-বাবা, ভাই-বোন রেখে গেছেন।

এ দিকে তার মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

Previous post আন্দোলন দমনে সরকার বিভিন্ন কৌশল নেবে: ফখরুল
Next post পদযাত্রা দিয়েই এ সরকারকে বিদায় করব: ফখরুল
Close