Read Time:2 Minute, 26 Second

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণপদযাত্রার মধ্যে দিয়ে বিএনপি নতুন আন্দোলন শুরু করেছে। ঢাকায় আমাদের এই গণপদযাত্রার মধ্যে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই অনির্বাচিত, অগণতান্ত্রিক, স্বৈরাচারী সরকারকে ক্ষমতা ছেড়ে চলে যেতে বাধ্য করব।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাড্ডায় সুবাস্তু মার্কেটের সামনের সড়কে গণপদযাত্রা কর্মসূচি শুরুর আগে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবি আদায়ে রাজধানীতে চার দিনের গণপদযাত্রা কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। প্রথম দিনে আজ বাড্ডা থেকে পদযাত্রা শুরু করা হয়। মালিবাগের আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয় পদযাত্রা।

মির্জা ফখরুল বলেন, সরকারের উদ্দেশে একটাই বলার আছে—দেশের মানুষ আপনাদের আর ক্ষমতায় দেখতে চায় না। তাই, অবিলম্বে পদত্যাগ করুন। অন্যথায়, পালাবার কোনো পথ পাবেন না।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপিনেতা নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, সাইফুল আলম নীরব, আব্দুল মোনায়েম মুন্না, তাবিথ আউয়াল প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি গাবতলী থেকে মাজার রোড় হয়ে মিরপুর-১০ নম্বর গোল চত্বর পর্যন্ত গণপদযাত্রা করা হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত ও ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সৌদিতে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
Next post যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যু: ‍পুলিশের মারধরের প্রমাণ ভিডিওতে
Close