Read Time:2 Minute, 25 Second

বড়দিন উপলক্ষে বার্তায় ক্ষমতা ও সম্পদের লোভের তীব্র সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস। বড়দিনের প্রাক্কালে শনিবার ভ্যাটিকানে প্রার্থনা সভায় ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বে চলমান অন্যান্য সংঘাতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কতশত যুদ্ধ আমাদের দেখতে হয়েছে! আর সেসব সংঘাতের শিকার হয়েছে দুর্বল আর অরক্ষিত মানুষ। আমি সবার আগে সেই সব শিশুর কথা মনে করতে চাই যারা যুদ্ধ, দারিদ্র্য আর অবিচারের শিকার।’

ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জড়ো হওয়া পুণ্যার্থীদের উদ্দেশে বক্তৃতা ৮৬ বছর বয়সী এই ক্যাথলিক ধর্মগুরু বলেন, প্রাণীদেরও তাদের খোঁয়াড়ে খাবার দেওয়া হচ্ছে। সেই একই পৃথিবীতে সম্পদ আর ক্ষমতার ক্ষুধায় উন্মত্ত নারী আর পুরুষরা গ্রাস করছে তাদের প্রতিবেশী, এমনকি মা আর বোনদেরও। খবর বিবিসির

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করলে ‘সরাসরি রাশিয়ার নিন্দা না করায়’ পোপের সমালোচনা করেছিলেন অনেকে। তাদের অভিযোগ ছিল, সরাসরি রাশিয়াকে দোষী না করে তিনি যুদ্ধ নিয়ে ‘গা বাঁচানো’ মন্তব্য করেছেন।

গত জুন মাসে এক বক্তব্যে পোপ বলেছিলেন, এই যুদ্ধে হয়তো কোনোভাবে উস্কানি ছিল, কিংবা ঠেকানোর চেষ্টা হয়নি। তবে পরে রুশ সৈন্যদের কর্মকাণ্ডকে ‘নৃশংসতা’ হিসেবে বর্ণনা করে এর নিন্দা জানান তিনি।

পোপ বলেন, ‘বিশ্বে শান্তির দুর্ভিক্ষ চলছে।’

তিনি সতর্ক করে বলেছেন যে, ‘সংকট ও দুর্ভোগের প্রতি বিশ্ব এতটাই অসংবেদনশীল হয়ে ‍উঠেছে যে, যখন এগুলো ঘটে চলেছে কিন্তু কেউ আমলে নিচ্ছে না।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য ১০ নির্দেশনা
Next post স্বাধীনতাবিরোধীরা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে তৎপর: প্রধানমন্ত্রী
Close