Read Time:3 Minute, 1 Second

ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করার নিন্দা জানিয়ে তৈরি করা একটি খসড়া প্রস্তাবে রাশিয়ার একটি দাবির বিপক্ষে ভোট দিয়েছে ভারত।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইউক্রেনের দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝঝিয়াতে গণভোটের মধ্য দিয়ে অঞ্চলগুলোকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে মস্কো। এ গণভোট ও অন্তর্ভুক্তিকরণকে অবৈধ উল্লেখ করে আলবেনিয়ার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি নিন্দা প্রস্তাব আনা হয়েছে। এ নিন্দা প্রস্তাব নিয়ে সাধারণ পরিষদে ভোটাভুটি হবে।

এর মধ্যেই রাশিয়া দাবি করে এ ভোটাভুটি যেন গোপন ব্যালটের মাধ্যমে করা হয়। মস্কোর এ দাবি নিয়ে গত সোমবার সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। তবে প্রকাশ্য ভোটাভুটির পক্ষে রায় দিয়েছে ভারতসহ শতাধিক দেশ।

ভারতসহ জাতিসংঘের ১০৭টি সদস্য দেশ রাশিয়ার দাবিটি প্রত্যাখ্যান করেছে। তারা রেকর্ড করা ভোটের পক্ষে রায় দিয়েছে। রাশিয়ার গোপন ব্যালট ব্যবহারের দাবির পক্ষে ভোট দিয়েছে মাত্র ১৩টি দেশ। ৩৯টি দেশ ভোটদানে বিরত থেকেছে। ভোট দেওয়া থেকে বিরত থাকা দেশগুলোর মধ্যে রাশিয়া ও চীন আছে।

ভোটাভুটির ফলাফলের ভিত্তিতে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট রেকর্ড করা ভোটের প্রস্তাব অনুমোদন করেন। তবে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে রাশিয়া। সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে কিনা, তা নিয়ে ভোটাভুটি করা হলে ভারতসহ ১০৪ দেশ বিপক্ষে ভোট দেয়। ১৬টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং ৩৪টি দেশ ভোটদানে বিরত থাকে।

সেপ্টেম্বরে ইউক্রেনের চার অঞ্চলে গণভোট এবং এগুলোকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তিকে অবৈধ উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও আলবেনিয়ার উদ্যোগে খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। ওই প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া। তবে এ সময় ভোটদানে বিরত থাকে ভারত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post অবশেষে রাশিয়ার আক্রমণ নিয়ে খুশি কাদিরভ, পালাতে বললেন জেলেনস্কিকে
Next post এলো আমেরিকা প্রবাসী গায়ক গৌরবের গান
Close