ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করার নিন্দা জানিয়ে তৈরি করা একটি খসড়া প্রস্তাবে রাশিয়ার একটি দাবির বিপক্ষে ভোট দিয়েছে ভারত।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইউক্রেনের দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝঝিয়াতে গণভোটের মধ্য দিয়ে অঞ্চলগুলোকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে মস্কো। এ গণভোট ও অন্তর্ভুক্তিকরণকে অবৈধ উল্লেখ করে আলবেনিয়ার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি নিন্দা প্রস্তাব আনা হয়েছে। এ নিন্দা প্রস্তাব নিয়ে সাধারণ পরিষদে ভোটাভুটি হবে।
এর মধ্যেই রাশিয়া দাবি করে এ ভোটাভুটি যেন গোপন ব্যালটের মাধ্যমে করা হয়। মস্কোর এ দাবি নিয়ে গত সোমবার সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। তবে প্রকাশ্য ভোটাভুটির পক্ষে রায় দিয়েছে ভারতসহ শতাধিক দেশ।
ভারতসহ জাতিসংঘের ১০৭টি সদস্য দেশ রাশিয়ার দাবিটি প্রত্যাখ্যান করেছে। তারা রেকর্ড করা ভোটের পক্ষে রায় দিয়েছে। রাশিয়ার গোপন ব্যালট ব্যবহারের দাবির পক্ষে ভোট দিয়েছে মাত্র ১৩টি দেশ। ৩৯টি দেশ ভোটদানে বিরত থেকেছে। ভোট দেওয়া থেকে বিরত থাকা দেশগুলোর মধ্যে রাশিয়া ও চীন আছে।
ভোটাভুটির ফলাফলের ভিত্তিতে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট রেকর্ড করা ভোটের প্রস্তাব অনুমোদন করেন। তবে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে রাশিয়া। সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে কিনা, তা নিয়ে ভোটাভুটি করা হলে ভারতসহ ১০৪ দেশ বিপক্ষে ভোট দেয়। ১৬টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং ৩৪টি দেশ ভোটদানে বিরত থাকে।
সেপ্টেম্বরে ইউক্রেনের চার অঞ্চলে গণভোট এবং এগুলোকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তিকে অবৈধ উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও আলবেনিয়ার উদ্যোগে খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। ওই প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া। তবে এ সময় ভোটদানে বিরত থাকে ভারত।
More Stories
বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক
স্টারলিংক টেলিকমের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশন প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরবর্তী কার্যক্রম হিসেবে (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পেলেই বাংলাদেশে...
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার...
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ১৬০০
মিয়ানমারে ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৪ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৪০৮ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন...
চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার
সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে কাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাত...
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, ১৪৪ জনের মৃত্যু
মিয়ানমারে শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৩০ জন। শুক্রবার (২৮ মার্চ)...
পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে : শেহবাজ শরিফ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর...