এক নিরীহ ভ্যানচালককে নিজ হাতে বেত্রাঘাত করলেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। কিন্তু পাশেই কয়েকটি প্রাইভেট কার দাঁড়িয়ে থাকলেও সেসব গাড়ির চালকদের কিছুই বলেননি তিনি। সবাই বলছেন, এ কী করলেন সিলেটের মেয়র! সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে নিন্দার ঝড়।
শনিবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় সিলেট নগরীর চৌহাট্টা দিয়ে যাচ্ছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। চৌহাট্টা পয়েন্টের এক পাশে রাস্তার সঙ্গে ভ্যান পার্কিং করে সিগারেট কোম্পানির এক কর্মচারী পাশের দোকানে সিগারেট ডেলিভারি দিতে গেছেন। ততক্ষণে মেয়রের গাড়ি এসে হাজির। ভ্যান পার্কিং দেখে ডাক দেন চালককে। গাড়ির রাস্তার পাশে পার্কিং করায় বেত্রাঘাত করেন মেয়র আরিফ।
শাস্তি দেয়ার ছবিটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিন্দার ঝড় বইতে থাকে মেয়র আরিফের বিরুদ্ধে। একই সময় পাশেই প্রাইভেট কার পার্কিং করা থাকলেও মেয়র এ ব্যাপারে কোন পদক্ষেপ নেননি বলে স্থানীয়রা অভিযোগ করেন। অনেকেরই অভিযোগ, গরিব, অসহায় মানুষের ওপর মেয়রের আইন সর্বদা কড়া, আর প্রভাবশালী ব্যক্তিদের কাছে নমনীয়। যেখানেই রিক্সাচালক, ভ্যানচালক পান সেখানেই নির্যাতন চালান মেয়র আরিফ।
এদিকে এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক ও কলামিষ্ট আ.ফ.ম সাইদ লিখেছেন, ‘মেয়র আরিফের এহেন কাজ জঘন্য ও অসভ্যতামূলক। কাজের তীব্র নিন্দা জানাই।’
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ লিখেছেন, ‘কাজটি সঠিক নয়’।
More Stories
সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে: সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা হচ্ছে না বরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...
‘চারদিকে ছড়িয়ে থাকা লাখ লাখ হাদির মতো আমিও ভয় পাই না’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা ও পরবর্তী বাংলাদেশ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...
দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এ উপলক্ষে তার বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পন্ন...
হাদির পরিবারকে সান্ত্বনা প্রধান উপদেষ্টার, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর...
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার খুদে বার্তায় এ কথা জানায়। আইএসপিআর...
‘হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট...
