Read Time:5 Minute, 38 Second

হাঙ্গেরিতে প্রথমবারের মতো ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ৩ বাংলাদেশি শিক্ষার্থী। তারা হলেন- স্নাতক শিক্ষার্থী সাদন মোহাম্মাদ ও সামীন ইয়াসির এবং স্নাতকোত্তর শিক্ষার্থী আমিনুল ইসলাম সাদি।

গত ২৬ অক্টোবর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন দেশের নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়।

পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। ৩ শিক্ষার্থীই ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম’ বৃত্তি নিয়ে দেশটিতে অধ্যয়ন করছেন।

অনুষ্ঠানে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ব্যবস্থাপনা কমিটির সচিব ড. ওরসোল্যো প্যাকসে বলেন, ‘হাঙ্গেরি সরকার বুঝতে পেরেছে যে বৈশ্বিক পরিবর্তনের হাত ধরে আমাদেরও সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সে লক্ষ্যে সরকার বিশ্বের মেধাবীদের আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে।’

এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা হচ্ছেন ৫০ হাজার আবেদনকারী থেকে নির্বাচিত অংশ। যারা বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন পড়াশোনা এবং আমাদের কার্যক্রমে সাহায্য করে যাচ্ছেন। আপনাদের অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।’

ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ২০২০ সালে হাঙ্গেরি সরকারের বৃত্তি পেয়ে বুদাপেস্ট আছেন সাদন মোহাম্মাদ। হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল অ্যান্ড লাইফ সায়েন্সে স্নাতক শুরু করেন। সাদন ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মেন্টর হিসেবে কাজ শুরু করেছেন।

এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে সাদন বলেন, ‘এই পুরষ্কার অর্জনের পেছনে বড় কারণ হচ্ছে আমার সিজিপিএ ভালো। পাশাপাশি আমি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের একজন মেন্টর। দুইটি এগিয়ে থাকা এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কমিউনিটি বিস্তারে আমি সাহায্য করেছি।’

সামীন ইয়াসির স্নাতক তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন দানিউবের তীরে বুদাপেস্ট ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকোনোমিকসে। পড়াশোনায় ব্যস্ত সামীন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে একটি পরিচিত নাম। ভালো ফলাফল তার এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্তিতে বড় ভূমিকা রেখেছে বলেও জানান তিনি। সামীন তার অর্জন সম্পর্কে বলেন, ‘এই পুরষ্কার আমার শিক্ষা জীবনের জন্য এক অনন্য কৃতিত্ব।’

আমিনুল ইসলাম সাদি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ২০২০ সালে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম বৃত্তি পেয়ে হাঙ্গেরিতে পাড়ি জমান। হাঙ্গেরির ডেব্রেসেন শহরের বিশ্ববিদ্যালয় থেকে এই বছর স্নাতকোত্তর সম্পন্ন করেন খাদ্য নিরাপত্তা ও গুণগত মান বিষয়ে। এক্সিলেন্স অ্যাওয়ার্ড পুরষ্কার প্রাপ্তিতে সাদি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

২০১৭ সাল থেকে দ্বিপক্ষীয় আওতায় হাঙ্গেরি সরকার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ১০০টিরও বেশি ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম’ বৃত্তি দিয়ে আসছে।

সবশেষ চলতি বছর বাংলাদেশ থেকে অনার্স, মাস্টার্স ও পিএইচডি কোর্সের জন্য প্রায় ১০০ জন শিক্ষার্থী এখন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টসহ বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সমালোচনার মুখে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া
Next post অস্ট্রেলিয়া প্রবাসী উদ্যোক্তা জাহাঙ্গীর আলম পেলেন অনন্য স্বীকৃতি
Close