বার্লিন, নিউইর্য়ক, এথেন্স এবং ওয়াশিংটন ডিসি এর পর পঞ্চম মিশন হিসেবে লস এঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে।
কনসাল জেনারেল তারেক মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ সূচনা অনুষ্ঠানে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল, ই-পাসপোর্ট কারিগরি টিমের সদস্য ও বাংলাদেশ কনস্যুলেটে কর্মরত কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কনসাল জেনারেল এবং ই-পাসপোর্ট প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্ট ইনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন।
কনসাল জেনারেল তারেক মোহাম্মদ তাঁর বক্তব্যের শুরুতেই জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ ই-পাসপোর্ট সেবা চালু একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে অভিহিত করেন।
তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ই-পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আশাপ্রকাশ করেন যে, উন্নত প্রযুক্তি সম্পন্ন ই-পাসপোর্ট সেবা প্রচলনের মাধ্যমে বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং প্রবাসীদের দীর্ঘ দিনের আশা পূরণ হবে।
ই-পাসপোর্ট প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান অনুষ্ঠানে লস এঞ্জেলেসে সফল ভাবে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্প পরিচালক হিসাবে এ কার্যক্রমের বিভিন্ন দিক সংক্ষেপে উপস্থাপন করেন।
More Stories
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি
ক্রিকেটার সেজে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) তাদের আটক...