Read Time:2 Minute, 51 Second

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২১ এর জন্য মনোনীত হয়েছেন সিরাজগঞ্জ শহরের দরগা রোড মহল্লার মেয়ে প্রিয়াংকা ভদ্র। তাকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে নেদারল্যান্ডস সরকারের পিচ রাইটস কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। শিশুদের জন্য এটি ‘শিশু নোবেল’ পুরস্কার নামে পরিচিত।

প্রিয়াংকার বড় ভাই দীপংকর ভদ্র দীপ্ত এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশনের ওয়েব সাইট থেকে এ তথ্যটি জানতে পেরেছি।

এর আগে প্রিয়াংকা ‘লিঙ্গ বৈষম্য’ টপিকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২১ এর জন্য আবেদন করেন।

সিরাজগঞ্জ শহরের দরগা রোড মহল্লার দীপক কুমার ভদ্রের মেয়ে প্রিয়াংকা সিরাজগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। প্রিয়াংকা ২০১৬ সাল থেকে বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট বিএনসিপির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে সিরাজগঞ্জ প্রদেশের ডেপুটি স্পিকার হিসেবে কাজ করছেন।

২০১৮ সাল থেকে প্রথমে শিশু সাংবাদিক এবং বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুক্ত আছেন ন্যাশনাল চাইল্ড ট্রাস্ট ফোর্স এনসিটিএফ এর সঙ্গে। এ ছাড়া ২০১৭ সাল থেকে কিশোর গোয়েন্দা ম্যাগাজিন ও ২০১৮ সাল থেকে হ্যালো বিডি নিউজ টোয়েন্টিফোর এবং শিশু বার্তার সঙ্গে শিশু সাংবাদিক হিসেবে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় কাজ করার পাশাপাশি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক কাজ করছেন প্রিয়াংকা।

উল্লেখ্য, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২০ পেয়েছিল বাংলাদেশি কিশোর সাদাত রহমান। তার পূর্বের বছর এ পুরস্কার পেয়েছিল পাকিস্তানের নোবেল বিজয়ী তরুণী মালালা ইউসুফজাই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘হয় টিকা নাও, নয় চাকরি হারাও’
Next post লস এঞ্জেলেসে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ সূচন
Close