Read Time:2 Minute, 31 Second

এক বিজ্ঞপ্তিতে ফোবানা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবার অবগতির জন্য জানানো হয়েছে যে, গত লেবার ডে উইকেন্ডে ফোবানার নাম ব্যাবহার করে ওয়াশিংটনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে মারামারির ঘটনার সাথে ফোবানার কোন সম্পৃক্ততা নেই।

২০১৯ সালে নিউ ইয়র্কের নাসাউ কলসিয়ামে অনুষ্ঠিত ৩৩তম ফোবানা সম্মেলনের পর সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে শরাফত হোসেন বাবু এবং তার সংগঠন স্বদেশকে ফোবানা থেকে বহিস্কার করা হয়। ফোবানা থেকে বহিস্কৃত হয়ে শরাফত হোসেন বাবু অবৈধ ভাবে গত লেবার ডে উইকেন্ডে ফোবানার নাম ব্যবহার করে একটি মেলার আয়োজন করে এবং সেই অবৈধ অনুষ্ঠানে সংঘটিত মারামারির ঘটনার ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যার সাথে প্রকৃত ফোবানার কোন সম্পৃক্ততা নেই।

সকলের অবগতির জন্য জানানো হয়েছে যে, ৩৫তম ফোবানা সম্মলেন অনুষ্টিত হবে আগামী নভেম্বর মাসের ২৬, ২৭ ও ২৮ তারিখ যথাক্রমে শুক্র, শনি ও রোববার গেলর্ড কনভেনশন সেন্টার, মেরিল্যান্ডে এবং ২০২১ সালের সম্মেলনের আয়োজক হচ্ছে আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি।

ফোবানা সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ৬৪৬-২২৬-৭১৪৪, এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরী ৮১৮-৭৩০-১০২০, ৩৫তম ফোবানার কনভেনার জি আই রাসেল ৬৪৬-৫৩৩-১৩৫০ এবং সদস্য সচিব শিব্বীর আহমেদ ২০২-৭০৫-৭৯০০ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়াও https://www.fobanaonline.com ভিজিট করে ফোবানা সংক্রান্ত তথ্য জানার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির বনভোজন
Next post Sheikh Kamal Memorial T20 Cricket Trophy promotes people-to-people contact between Bangladesh and the USA : Ambassador M Shahidul Islam
Close