কুমিল্লার নাঙ্গলকোটে স্ত্রী রুজিনা আক্তারের নগ্ম ছবি ভাইরালের হুমকি দেন দুবাই প্রবাসী স্বামী মনু মিয়া। এতে লোকলজ্জায় স্ত্রী রুজিনা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার মা ও ভাই। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মৌকরা ইউপির ময়ূরা মাধ্যম পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত রুজিনার মারিয়া আক্তার নামে ৭ বছরের একটি মেয়ে রয়েছে। গত ৮-৯ বছর আগে প্রথম স্বামীর সংসার থেকে বিচ্ছেদ হয় রুজিনার। এরপর গত দেড় বছর আগে প্রবাসী বেতাগাও গ্রামের মনু মিয়ার সঙ্গে মৌকরা ইউপির ময়ূরা মাধ্যম পাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের মেয়ে রুজিনা বেগমের বিয়ে হয়। গত ৬ মাস আগে রুজিনার স্বামী দুবাই চলে যান। পরে তিনি জানতে পারেন, তার স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক রয়েছে। তাই রুজিনার নগ্ম ছবি, রুজিনার ছোট ভাই কলেজ পড়ুয়া রাকিব হাসানের মোবাইল পাঠাতে থাকেন প্রবাসী স্বামী মনু মিয়া। এ ছাড়া সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এতে করে স্বামী-স্ত্রী মধ্যে বিরোধ চলছিল।
নিহতের ছোট ভাই রাকিব হাসান বলেন, ‘আপুর আগে একটি বিয়ে হয়েছে। ওই ঘরে মারিয়া আক্তার নামের তার একটি ভাগ্মি রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মা, আপু ও ভাগ্নিসহ রাতের খাবার পেয়ে ঘুমিয়ে পড়ি। একই ঘরের একটি কক্ষে আমি থাকি। অন্য কক্ষে আপু ও তার মেয়ে থাকেন। রাত আনুমানিক ৩টার পর আপুর ছোট মেয়ে মারিয়া এসে বলেন, “মামা আমি বাহিরে যাবো।” তখন বলি তোমার আম্মুকে বলো। এ সময় তার কক্ষে গিয়ে দেখি আপু ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।’ তিনি আরও বলেন, ‘রাতে আপু আর দুলাভাইয়ের মোবাইলে ঝগড়া করতে শুনেছি। বিভিন্ন সময় দুলাভাই আপুর নগ্ম ছবি তার মোবাইল পাঠাতো।‘
নিহতের মা মমেনা বেগম বলেন, ‘প্রবাসী স্বামী তার মেয়ের নগ্ম ছবি বিভিন্ন লোকের কাছে পাঠাতো। স্বামী স্ত্রীর নগ্ম ছবি ভাইরাল করারও হুমকি দিয়ে আসছিলেন। এতে লোক লজ্জায় মেয়ে আত্মহত্যা করেছেন।’
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল নূর জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যা প্ররোচণার মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
More Stories
উগ্রবাদীদের সাথে সরকারের একটি অংশ মিলে হিন্দুদের উচ্ছেদে চেষ্টা চালাচ্ছে: চিন্ময় কৃষ্ণ দাস
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অভিযোগ করেছেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে যেখানেই আন্দোলন হয়েছে, সেখানেই...
আ.লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর
আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে...
গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না। বিশ্বের কোথাও গুমের সঙ্গে জড়িতরা...
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন জামায়াত আমির
সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে জামায়াতে ইসলামী ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির...
শাহজাহান ওমরের হুংকার, ‘আমি আবারও এমপি-মন্ত্রী হব’
গ্রেপ্তারের পর ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর হুংকার দিয়ে বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা, এসব মামলা আমার...
মুহাম্মদ ইউনূসকে যেতে দেবেন না, ধরে রাখুন : শফিক রেহমান
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কাজ করতে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তিনি বলেন, “তাকে...