বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের অনেকেই করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় কোভিড মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় চীনা নাগরিকরা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বাংলাদেশের করোনা পরিস্থতির তথ্য বিশ্লেষণ করে এ মন্তব্য করেছে ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজ (ইফসাস)।
স্থানীয় সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্যানুযায়ী, খুলনা পাওয়ার প্লান্টে প্রায় ১০০ জন এবং প্রিয়া থার্মাল পাওয়ার স্টেশনে কর্মরত আরও ৩৫ জন চীনা নাগরিকের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এই পাওয়ার স্টেশনটি পটুয়াখালির কলাপাড়া উপজেলায় অবস্থিত। প্রিয়া থার্মাল পাওয়ার স্টেশনে ৪০০ থেকে ৪৫০ জন চীনা নাগরিক কাজ করেন। এর আগেও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিতে কর্মরত ১৫ জন চীনা নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া খুলনা পাওয়ার প্লান্টের অভ্যন্তরে নির্মিত দ্বৈত জ্বালানি সাইকেল পাওয়ার প্লান্টে কর্মরত ৮৫ জন চীনা কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হন।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এসব অঞ্চলে সত্যিকারের যে আতঙ্ক তৈরি হয়েছে, তা হচ্ছে চীনা নাগরিকরা সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছেন না এবং তারা স্থানীয় জনসাধারনের সঙ্গে মিশে তাদের জীবন ঝুঁকিতে ফেলছেন। অভিযোগ রয়েছে, চীনা নাগরিকরা হোম কোয়ারেন্টিন মেনে চলছেন না এবং এসব বিদ্যুৎকেন্দ্রে কর্মরতদের জীবন ঝুঁকিতে ফেলছেন তারা।
খুলনা বিদ্যুৎ কেন্দ্রে ১৮৫ জন চীনা নাগরিক কাজ করেন এবং এখানে ৫০০ কর্মী নিয়মিতভাবে কাজ করেন। ফলে কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় এ সমস্ত কর্মীরা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানা গেছে। উল্লেখ্য, উপহার হিসেবে বাংলাদেশকে পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন পাঠিয়েছে চীন।
More Stories
বাইডেনের সঙ্গে ফারিনের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লস এঞ্জেলেসের বাংলাদেশী মেয়ে ফারিন আমিন লিয়া। তিনি দুই বছরেরও অধিক সময়...
আমিরাতে সাধারণ ক্ষমা পেয়েছেন ৫০ হাজার বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে অবস্থানরত ৫০ হাজার বাংলাদেশি সাধারণ ক্ষমার সুবিধা গ্রহণ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা এখনও এ সুযোগ...
আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত
বাংলাদেশে জুলাই-আগস্টের ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসীকে ক্ষমা...
ষোল বছর ধরে চলে আসা বিএনপি’র রাজপথের আন্দোলনের সফল সমাপ্তি টেনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: ফজলুল হক মিলন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয়...
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...