Read Time:2 Minute, 1 Second

প্রথম আলার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে লস এঞ্জেলেসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের লস এঞ্জেলেস লিটল বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজিত প্রতিবাদ সমাবেশে স্হানীয় গণমাধ্যমকর্মী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।

শহরের লিটল বাংলাদেশ এলাকার জাতীয় স্মৃতিসৌধের ম্যুরালের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সভাপতি কাজী মশহুরুল হুদা, সাধারণ সম্পাদক লস্কর আল মামুন, মোহাম্মদ আলী, ফিরোজ আলম, ড্যানি তৈয়ব, জেবুন্নেছা জেবু, সালমা আলম, মুক্তিযাদ্ধা নোমান মিয়া, দিদার আহমেদ, আ: গনি, সামসুল আরেফিন বাবলু প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে নির্যাতন ও অপদস্ত করা হয়েছে। যা কখনই মেনে নেওয়া যায় না। একজন পেশাদার সাংবাদিকের সাথে এমন আচরণ করার পর তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। যা সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে।

অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে যে বা যারা এ ঘটনায় জড়িত তাদের শাস্তি দিতে হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতার ও নিপীড়নের ঘটনায় কানাডায় প্রতিবাদ সভা
Next post যুক্তরাষ্ট্রের মেডিকেল জার্নালে ‘বঙ্গভ্যাক্স’ এর গবেষণাপত্র
Close