Read Time:2 Minute, 39 Second

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর অভিযোগ করেছেন, সরকার তাকে গুম করার চেষ্টা করছে। প্রতিনিয়ত হুমকি দেয়া হচ্ছে রাজনীতি ছেড়ে দেয়ার জন্য।

সোমবার (১২ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ’ শীর্ষক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

নুর বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে আমরা বিক্ষোভ মিছিল করেছিলাম। সেখান থেকে অনেককে আটক করা হয়েছে। এদের মধ্যে সাধারণ মানুষ এবং ছাত্র ছিলেন। এদেরকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া নিরপরাধ অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে রাজনীতি ছেড়ে দিতে। এ দেশে রাজনীতি করা কি পাপ? নাকি জন্ম নেওয়াই পাপ?’

নুরের মতে, ‘খালেদা জিয়ার মতো নেতাকে জেলে নিয়ে গেলে তোমার মতো নুরুকে খাইতে ১০ সেকেন্ড সময়ও লাগবে না’- এমন কথাও শুনেছি। ‘তারা আমাকে বিভিন্ন রকমের হুমকি দিয়েছে।

নুর বলেন, ‘আজ তারা প্রতিপক্ষকে কখনও জঙ্গি হিসেবে তুলে ধরছে, উগ্রবাদী হিসেবে তুলে ধরছে। সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও ধরে ধরে ছেলেগুলোর নামে মামলা দেয়া হয়েছে। যতবারই আমরা নমনীয় হতে চেষ্টা করেছি, সহিংসতা এড়াতে চেষ্টা করেছি, বারবারই আমরা রক্ষা পাই নাই। আমি এটা বলতে পারি আমাদের পরিষদের কর্মীরা কোনো অপরাধের সঙ্গে জড়িত না।’

নুর বলেন, আমরা প্রধানমন্ত্রীকে বলবো বর্তমান যে পরিস্থিতি, অতীত ভুলে যান। সবাইকে রাজনীতি, মিছিল মিটিং করার সাংবিধানিক অধিকার নিশ্চিত করেন। এটা আপনার প্রতি অনুরোধ।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post যুক্তরাষ্ট্রে আরেক কৃষ্ণাঙ্গকে হত্যা : ব্যাপক বিক্ষোভ, কারফিউ জারি
Next post করোনার কারণে সৌদিতে কমানো হলো তারাবির নামাজ
Close