Read Time:2 Minute, 20 Second

টেনে দ্বিতীয় দফা মহামারি আকার ধারণ করা প্রাণঘাতী করোনায় মৌলভীবাজার জেলার রাজনগর ও কমলগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্যসহ তিন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর মধ্যে শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বালিসহ গ্রামের সাবেক সংসদ সদস্য তৈয়বুর রহিম (১০০)। স্বাধীনতার পর মৌলভীবাজারে প্রথম সংসদ সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওদিকে বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল গফুর খালিসদারের ছেলে বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের অন্যতম ট্রাস্টি আবুল কাসেম খালিসদার সোয়েব করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩১শে ডিসেম্বর লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। একইভাবে করোনায় আব্দুল গাফফার নছির মিয়া নামে এক বৃটিশ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তিনি গত ২৭ শে ডিসেম্বর লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের পঞ্চিম চাঁনসির কাপন গ্রামে।
বিএনপির এ নেতা পঞ্চাশের দশক থেকে লন্ডনে বসবাস করে আসছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি দেশে ও প্রবাসে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়াও বেশ কয়েকজন প্রবাসী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post স্পিকার পেলোসির বাড়িতে নৈরাজ্য
Next post আয়শা খানমের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
Close