Read Time:3 Minute, 45 Second

যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদের স্পিকার ও শক্তিধর ডেমোক্রেট ন্যান্সি পেলোসির ৫০ লাখ ডলারের বাড়িতে নৈরাজ্য চালিয়েছে একদল দুর্বৃত্ত। সান ফ্রান্সিসকোতে অবস্থিত পেলোসির এই বাড়িতে নতুন বর্ষবরণের রাতে স্প্রে করে বেশকিছু কথা লিখেছে তারা। পার্কিং এরিয়ায় লাল রং ছড়িয়ে দিয়ে সেখানে শূকরের একটি কর্তিত মস্তক বসিয়ে রেখেছে। সচিত্র এ খবর প্রকাশ করেছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়েছে, ন্যান্সি পেলোসির এই বাড়িতে নববর্ষের রাতে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। রক্ষণশীল চলচ্চিত্রকার ম্যাগি ভ্যান্ডেনবারঘি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ছবি শেয়ার করেছেন। তাতে দেখা গেছে পেলোসির বাসার গ্যারেজের দরজায় কালো কালিতে তারা লিখে রেখেছে ‘ডলার ২ কে ক্যানসেল রেন্ট! উই ওয়ান্ট এভরিথিং!’ ন্যান্সি পেলোসি সম্প্রতি কোভিড সহায়তা বিষয়ে ২০০০ ডলার করে অনুমোদনের জন্য চেষ্টা করেছেন। কিন্তু এই অর্থ বাড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করেছেন সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিশ ম্যাকনেল।
এ বিষয়টি বোঝাতেই তারা ‘ডলার ২ কে’ লিখে তা আবার কেটে দিয়েছে। এ ছাড়া তারা স্প্রে করে লিখেছে ইংরেজিতে দুটি অক্ষর ‘এএস’। বৃত্তের মধ্যে এ লেখাটি খুব বেশি ব্যবহার করা হয় নৈরাজ্য বোঝাতে। এই লেখার নিচে ড্রাইভওয়েতে লাল কালি দিয়ে দাগানো হয়েছে। এর মাঝখানে স্থাপন করা হয়েছে শূকরের একটি কাটা মাথা। টিএমজেডের মতে, নতুন বর্ষবরণের প্রথম কয়েক ঘন্টার মধ্যে এ ঘটনায় সান ফ্রান্সিসকো পুলিশকে ডেকে নেয়া হয়। স্থানীয় সময় রাত তিনটার দিকে সেখানে উপস্থিত হয় তারা। ঘটনা প্রামাণ্য আকারে রিপোর্ট করে। তবে কে বা কারা এসব করেছে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

নিরপেক্ষ সাংবাদিক বলে পরিচিত ভ্যান্ডেনবারঘে অতীতে রক্ষণশীল সংবাদ মাধ্যমে লেখালেখি করেছেন। তিনি পুলিশের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ করেছেন। তিনি টুইটে বলেছেন, ৩টার দিকেই সেখানে পরিষ্কার করে ফেলা হয়েছে। ঘটনাস্থল থেকে ছবি তুলতে বাধা দিয়েছে পুলিশ। তারা মিডিয়ার কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছে। উল্লেখ্য, ন্যান্সি পেলোসির সান ফ্রান্সিসকো ম্যানসন শহরের প্যাসিফিক হাইটস এলাকায় অবস্থিত। ক্যালিফোর্নিয়াতে পেলোসির কয়েকটি বাসভবন আছে। তার মধ্যে এটি অন্যতম। প্রপার্টি রেকর্ড অনুযায়ী, চার বেডরুম, তিন বাথরুমের এই বাড়িটির আনুমানিক মূল্য ৫৪ লাখ ডলার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ইতালিতে প্রথম বাংলাদেশি হিসেবে করোনার ভ্যাকসিন নিলেন স্বর্ণা
Next post বৃটেনে দ্বিতীয় দফা করোনায় সাবেক সংসদসহ তিন বাংলাদেশির মৃত্যু
Close