রাজধানীর পল্লবী থানা কম্পাউন্ডের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বুধবার (২৯ জুলাই) রাতে সাইট ইন্টেলিজেন্স তাদের টুইটার ও নিজস্ব ওয়েব সাইটে এ তথ্য জানিয়েছে। রাত ৮টা ৪৬ মিনিটে স্বীকারোক্তিমূলক টুইট করেন রিতা কাটজ। তবে ঢাকার পুলিশ কর্মকর্তারা এই বিস্ফোরণের সঙ্গে কোনও ধরনের জঙ্গি সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে।
পুলিশের দাবি, স্থানীয় এক রাজনীতিকের ছেলেকে হত্যার জন্য সাধারণ অপরাধীরা এই বোমা বহন করছিল। বিস্ফোরণের আগে রফিকুল ইসলাম (৪০), শহিদুল ইসলাম (২৩) ও মোশাররফ হোসেন (২৬) নামে যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে, তারা সবাই পলাতক শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের ক্যাডার। থানা পুলিশ গোয়েন্দা হেফাজতে পাঠানোর পর বর্তমানে তাদেরকে কাউন্টার টেরোরিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন।
বুধবার ভোরে রাজধানীর পল্লবী থানায় ওজন মাপার যন্ত্রের মতো দেখতে হাতে বানানো একটি বোমা বা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভড ডিভাইসড) বিস্ফোরিত হয়। এতে থানার চার পুলিশ সদস্যসহ পাঁচ জন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ডিএমপির বোম্প ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে সেখান থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়েছে।
ঘটনাস্থলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘মিরপুর এলাকায় বিভিন্ন ধরনের ক্রাইম সংগঠিত হয়ে থাকে। অপরাধ নিয়ন্ত্রণের জন্য মিরপুর বিভাগের ডিসির নেতৃত্বে পল্লবী থানা পুলিশের একটি টিম কিছুদিন ধরে কাজ করছিল। পুলিশের কাছে তথ্য আসে— মিরপুরের কালশী কবরস্থানে একটি সন্ত্রাসী গ্রুপ অপরাধ করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পল্লবী থানা পুলিশ মঙ্গলবার রাত ২টায় সেখানে অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে আটক করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও ওজন মাপার যন্ত্রের মতো একটি ডিভাইস উদ্ধার করা হয়।’
কৃষ্ণ পদ রায় বলেন, ‘সন্ত্রাসীদের কাছে ওয়েট মেশিন দেখে থানা পুলিশ বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। বোম্প ডিসপোজাল ইউনিটের কয়েকজন সদস্য ডিভাইসটি পর্যবেক্ষণ করেন। তারা এই ইউনিটের আরও অভিজ্ঞতা সম্পন্ন সদস্যদের থানায় আসতে অনুরোধ করেন। কিন্তু অন্য সদস্যরা আসার আগেই একটি বিস্ফোরণ ঘটে।’
পুলিশ কর্মকর্তারা বলছেন, গ্রেফতার ব্যক্তিরা ভাড়াটে খুনি হিসেবে পরিচিত। তারা স্থানীয় এক কাউন্সিলরের ছেলেকে হত্যার পরিকল্পনা করেছিল। এজন্য তারা নিজেরা বোমা বহন করছিল। ওজন মাপার যন্ত্রটির মধ্যে চারটি পৃথক বোমা ছিল। এর মধ্যে একটি প্রথমে বিস্ফোরিত হয়। বাকিগুলো বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করেন।
সংশ্লিষ্টরা বলছেন, থানা কম্পাউন্ডে বিস্ফোরিত বোমাগুলো আইইডির আদলে তৈরি। জঙ্গিরা সাধারণত এ ধরনের আইইডি তৈরি করে। গত শুক্রবারও রাজধানীর পল্টন থানা এলাকায় একটি আইইডি বিস্ফোরিত হয়। এর আগে গত বছর রাজধানী ঢাকার পাঁচটি স্থানে, খুলনা ও চট্টগ্রামে পুলিশকে টার্গেট করে আইইডি নিক্ষেপ এবং পুলিশ ভ্যানে আইইডি বিস্ফোরিত হয়েছিল। করোনা মহামারির মাঝে জঙ্গিরা ফের সক্রিয় হয়ে পুলিশের ওপরে হামলা করতে পারে, এমন আশঙ্কায় গত ১৯ জুলাই পুলিশ সদর দফতর থেকে একটি চিঠি ইস্যু করা হয়। ওই চিঠিতেও পুলিশ সদস্য বা পুলিশের স্থাপনাসহ দূতাবাস বা বিদেশি নাগরিকদের ওপর জঙ্গিরা হামলা করতে পারে বলে সতর্কতা জারি করা হয়।
ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা বলছেন, পল্লবীর এই বিস্ফোরণের সঙ্গে এখনও পর্যন্ত জঙ্গি সম্পৃক্ততা নেই। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের দায় স্বীকার নিছকই ‘ক্রেডিট নেওয়া’ বলে দাবি করেন তারা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গ্রেফতার হওয়া তিন সন্ত্রাসীও জিজ্ঞাসাবাদে নিজেদের শাহাদাত বাহিনীর লোক বলে স্বীকার করেছে।
কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অতীতে আইএস অনেক ফেক ঘটনার দায় স্বীকার করেছে। এবারও সেরকমই দেখা যাচ্ছে। আমরা এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার কোনও তথ্য পাইনি। তারপরও আইএস যেহেতু দায় স্বীকার করেছে, কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
More Stories
সরিয়ে দেওয়া হলো আইজিপি ও ডিএমপি কমিশনারকে
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল হাসান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।...
ট্রাইব্যুনালে জিয়া বললেন ‘আমি আয়নাঘরে চাকরি করিনি’
এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। আজ বুধবার দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তিনি।...
অধ্যাদেশের খসড়া অনুমোদন: রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হয়নি
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন অধ্যাদেশ ২০২৪’এর খসড়ায় সংগঠন বা রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশের যে বিধান প্রস্তাব করা...
পার্লামেন্ট ছাড়া কারও সংবিধান সংশোধনের অধিকার নেই: হাসান আরিফ
কোনো সরকারের অধিকার নেই সংবিধান সংশোধন করার। এটা একমাত্র পার্লামেন্ট করতে পারে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ...
ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের দিকে এগোচ্ছি: পররাষ্ট্র উপদেষ্টা
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) পরবর্তী রাউন্ডে যোগ দিতে ডিসেম্বরের মাঝামাঝি...
আগামী মার্চ-এপ্রিলেই নির্বাচন দিতে হবে : এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা নয়। জনগণ দ্রুত...