পুরুষদের রক্তে নারীদের রক্তের তুলনায় একটি এনজাইমের পরিমাণ বেশি থাকে, যাকে ব্যবহার করে করোনাভাইরাস পুরুষের দেহকোষের বেশি ক্ষতি করতে পারে। নতুন এক গবেষণায় এ তথ্য জানিয়েছেন ইউরোপিয়ান গবেষকরা।
কোভিড-১৯ রোগে নারীদের তুলনায় পুরুষরা কেন বেশি মারা যাচ্ছেন, তার কারণ হিসেবে গবেষকরা বলছেন এর জন্য এনজিওটেনসিন কনভারটিং এনজাইম টু (এসিইটু) দায়ী হতে পারে। এনজাইমটি ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি, রক্তনালীতে পাওয়া যায়। এই এনজাইম করোনাভাইরাসকে মানবশরীরে প্রবেশ করতে ও সংক্রমণ করতে সহায়তা করে।
নতুন গবেষণায় জানা গেছে, করোনাভাইরাসে নারী ও পুরুষ সবাই একইহারে আক্রান্ত হলেও পুরুষের দেহে এসিইটু এনজাইম বেশি থাকার কারণে তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ও মারা যাচ্ছেন। নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার গ্রোনিনজেন এর গবেষক ড. আড্রিয়ান ভুরস ও তার দল এই গবেষণা চালিয়েছেন।
তিনি বলেছেন, ‘এসিইটু এনজাইমের কারণে শরীরে করোনাভাইরাস প্রবেশ করার পর টিএমপিআরএসএস টু নামের একটি প্রোটিন তাকে রূপান্তর করে। ফুসফুসে প্রচুর পরিমাণে এসিইটু এনজাইম থাকে। তাই করোনাভাইরাস শরীরে প্রবেশ করে ফুসফুসকে বেশি ক্ষতিগ্রস্ত করে।’
বৃটেনে এক জরিপে দেখা গেছে ১৭.৪ মিলিয়ন করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে মৃতের সংখ্যা নারীদের তুলনায় পুরুষদের বেশি। অবশ্য আরেকদল গবেষক বলছেন, নারী ও পুরুষের জিনগত পার্থক্যের কারণেও রোগ প্রতিরোধ ক্ষমতায় পার্থক্য থাকতে পারে। সে কারণে হয়তো নারীদের চেয়ে কোভিড-১৯ রোগে বেশি মারা যাচ্ছেন পুরুষরা।
More Stories
টিকার ফর্মুলা চুরির অভিযোগে ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা
করোনা টিকার প্রস্তুত প্রণালী চুরির অভিযোগে টিকা ও ওষুধ প্রস্তুতকারী দুই অংশীদার কোম্পানি ফাইজার-বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে টিকা-ওষুধ প্রস্তুতকারী অপর...
চীন ও ভারতে উৎপাদন হবে রাশিয়ার করোনা টিকা
রাশিয়ার করোনাভাইরাস বিরোধী টিকা স্পুটনিক ভি ভারতে উৎপন্ন হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি চীনেরও এর উৎপাদন করা...
এবার ভ্যাকসিন দৌড়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
করোনা ভাইরাসের ভ্যাকসিন দৌড়ে নামল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। প্রাণী থেকে মানুষ সকলের উপর থাবা বসাতে পারে করোনা। তাই শুধু কোভিড-১৯ নয়,...
ভ্যাকসিনের চূড়ান্ত সুখবর দেওয়ার অপেক্ষায় অক্সফোর্ড
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা বলেছে, তাদের কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যাপারে এখন পর্যন্ত ভালো ডেটা আসছে।...
মানবদেহে অক্সফোর্ডের ভ্যাকসিন সফল, তৈরি হচ্ছে এন্টিবডি
ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আবিষ্কৃত করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন সফল হয়েছে। এ ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে যাদের শরীরে প্রয়োগ করা হয়েছিল তাদের সবার মধেই...
চীনের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হবে বাংলাদেশে
করোনাভাইরাস চিকিৎসার জন্য চীনের তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল করার অনুমতি দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। এটি বাংলাদেশে চীনের তৃতীয়...