Read Time:2 Minute, 29 Second

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এভারেস্টজয়ী বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। বর্তমানে তিনি অবস্থান করছেন আমেরিকার লস এঞ্জেলেসে।

বাংলাদেশী পর্বতারােহী, একটিভিস্ট, সােশ্যাল ওয়ার্কার ও লেখিকা ওয়াসফিয়া নাজরীন প্রথম বাঙালী যিনি সেভেন সামিট সম্পন্ন করেছেন।

গত ১৮ নভেম্বর ২০১৫ সালে ন্যাশনাল জিওগ্রাফি নাজরীনকে এডভেঞ্চার অব দ্যা ইয়ার হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছেন তিনি।

ফেসবুকে এক স্ট্যাটাসে ওয়াসফিয়া লিখেছেন, ‘হ্যাঁ, আমি কোভিড-১৯ এর সঙ্গে লড়াই করছি। তবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যেটা নিয়ে যুদ্ধ করছি তার কিছুটা ভাগ করে নেওয়ার জন্য বন্ধুর সহায়তায় এ পোস্ট করছি।’

তিনি আরও লিখেন, ‘কুসংস্কার ভাঙার আশা নিয়ে, ভুল ধারণা এবং ভুল তথ্য যা বিশ্ব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। আমি আমার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, দেশের জনগণকে আঘাত করছে এ করোনা। মহামারি রোগটি দীর্ঘ হতে চলেছে এবং আমাদের সচেতনতা ও সর্বোচ্চ প্রস্তুতি দরকার।’

‘প্রথম নিজেকে শান্ত রেখে যা কিছু করার করুন। সব কিছু আমাদের মন থেকে উদ্ভূত হয় এবং আমাদের ব্যক্তিগত এবং সম্মিলিত মন স্থিতিশীল রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আতঙ্কিত সমস্ত ধরনের ভুল এবং উদ্বেগের সংবাদ মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। দয়া করে ভেরিফাই নিউজগুলো পড়ুন’ যোগ করেন ওয়াসফিয়া।

সুস্থ ও সবল দেহের অধিকারী ওয়াসফিয়া বিশ্বাস করেন তিনি হিমালয় বিজয়ের মত করোনাকেও পরাস্থ করে বিজয়ী হবেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ক্ষমা চাইলেন মোদি
Next post করোনায় ইতালিতে আরেক বাংলাদেশির মৃত্যু
Close