Read Time:1 Minute, 28 Second

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এনিয়ে করোনা ভাইরাসে ইতালিতে দুই বাংলাদেশি প্রাণ হারালেন। এছাড়া চিকিৎসা নিচ্ছেন আরও চার বাংলাদেশি।

সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে দেশটির উত্তরাঞ্চল মিলানের একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

মৃত ওই বাংলাদেশির নাম অপু। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। তার দেশের বাড়ি ঢাকা জেলায়।

জানা গেছে, ওই বাংলাদেশি করোনায় আক্রান্ত হলে হাসাপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থাই না ফেরার দেশে চলে যান। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে মিলান শহরে বসবাস করছিলেন।

তার এ মৃত্যুতে বাংলা কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশিরা সমবেদনা জানান।

এর আগে গত ২০ মার্চ মিলান শহরেই করোনায় প্রাণ হারান আরেক বাংলাদেশি। তিনিও দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করে আসছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post লস এঞ্জেলেসে এভারেস্টজয়ী ওয়াসফিয়া করোনায় আক্রান্ত
Next post নিউইয়র্কে করোনায় সাংবাদিকসহ দুই বাংলাদেশির মৃত্যু
Close