Read Time:1 Minute, 39 Second

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল। রবিবার একদিনেই আক্রান্ত হয়েছেন ১১৯ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন ৫১১।

আরব নিউজ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ৭২ জন তুরস্কের নাগরিক। পবিত্র নগরী মক্কায় তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মেদ আবদেলআলি বলেন, ‘আমরা দেখছি সংক্রমণ বেড়েই চলছে। সবার প্রতি আমাদের পরামর্শ, আপনারা ঘরে থাকুন।’

কভিড-১৯ রোধে ইতিমধ্যে দেশের প্রত্যেকটি মসজিদে নিয়মিত জামাত বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া মক্কায় ওমরাহ হজ এবং মসজিদে নববীতে পরিদর্শনও বন্ধ করে দেয়া হয়েছে। গত শুক্রবার দুই পবিত্র মসজিদের চত্বরে সাধারণ মুসল্লিদের জন্য জুমার নাম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সংক্রমণ রোধে ইউরোপীয় ইউনিয়নসহ অন্তত ২০টির বেশি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এদিকে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে আক্রান্তের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। রবিবার বাহরাইনে মারা গেছে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি। এ নিয়ে অঞ্চলটিতে মৃতের সংখ্যা চার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post করোনায় ইতালিতে ২৪ ঘণ্টায় আরও ৬৫১ জনের মৃত্যু
Next post হংকংয়ে করোনায় আক্রান্ত দ্বিতীয় কুকুর কোয়ারেন্টাইনে
Close